কে এই আমেরিকায় হামলা চালানো শামসুদ্দিন জব্বর? রয়েছে ISIS, মার্কিন সেনা যোগও

Published on:

fbi

প্রীতি পোদ্দার, ওয়াশিংটন: ২০২৪ কে বিদায় জানিয়ে নতুন বছর অর্থাৎ ২০২৫ এ পা দিতেই প্রথম দিনই আমেরিকার নিউ অরলিন্স শহরে ঘটে গিয়েছে এক নৃশংস কাণ্ড। রীতিমত রক্ত ঝরল মার্কিন মুলুকে। নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনে যখন ব্যস্ত জনতা ঠিক তখনই নববর্ষ পালনকারীদের ওপর দিয়ে একটি ট্রাক চলে যায়। শুধু তাই নয় রীতিমত গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে খুন করে এক দুষ্কৃতি। মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের, আহত হয়েছেন আরও ৩০ জন। কিন্তু, কে ছিল এই ট্রাকটির চালক? গোটা ঘটনার তদন্তে নেমেছে FBI। আর তাতেই উঠে এসেছে বিস্ফোরক তথ্য।

প্রাক্তন সেনাকর্মী হয়েও দুষ্কৃতী হামলা

WhatsApp Community Join Now

FBI রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বর। তিনি একজন মার্কিন নাগরিক। বয়স ৪২ বছর। তাঁর জন্ম আমেরিকাতেই হয়েছিল। সেনায় আইটি বিশেষজ্ঞ হিসেবে এক সময় কাজ করেছিল শামসুদ্দিন। বর্তমানে টেক্সাসের হিউস্টনে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছিল সে। এদিন স্থানীয় সময় নববর্ষের ভোররাত ৩টে ১৫ মিনিটে স্থানীয়রা যখন রাস্তায় বর্ষবরণের আনন্দে মজা করছিলেন ঠিক তখনই একটি ফোর্ড এফ-১৫০ ইলেকট্রিক পিকআপ ভ্যান নিয়ে এই হামলা চালায় শামসুদ্দিন। প্রথমে পিকআপ ট্রাক নিয়ে বার্বন স্ট্রিটে বেশ কয়েকজন পথচারীকে পিষে দেয় ওই দুষ্কৃতী। তারপর বন্দুক হাতে গাড়ি থেকে নেমে গুলি চালাতে থাকে তিনি। পরে এনকাউন্টারে মৃত্যু হয় সেই বন্দুকবাজ।

সরাসরি রয়েছে জঙ্গি যোগ?

তদন্ত সূত্রে জন্য গিয়েছে যে গাড়িতে করে শামসুদ্দিন এই কাণ্ড ঘটিয়েছে, তাতে ISIS -এর পতাকা লাগানো হয়েছিল। তাই পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক তাঁকে ‘জঙ্গি’ আখ্যা দিয়েছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তাই জঙ্গি সংগঠনের সঙ্গে শামসুদ্দিনের সরাসরি কোনও যোগাযোগ আদৌ ছিল কি না, তা খতিয়ে দেখছে সকলে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আইএস-এর কট্টর ভাবাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছিল শামসুদ্দিন জব্বর। যার দরুন এই ধরনের হামলা করে সে।

এই হামলার ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ৪ বছর পুরোনো শামসুদ্দিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিও FBI খতিয়ে দেখে। সেখানে দেখা যাচ্ছে তিনি ইসলামিক দেশ থেকে অনুপ্রাণিত হয়ে হামলা চালানোর কথা বলেছিলেন। এবং নিজের দর কষাকষি এবং মানুষের মন ভোলানোর ‘দক্ষতা’ নিয়েও বলছিল। চুরি এবং মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এবার তদন্তের মাধ্যমে দেখার পালা এই ঘটনার পিছনে শুধু শামসুদ্দিন জব্বর এর হাত রয়েছে নাকি সত্যিই জঙ্গি যোগ রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X