সৌরভের ১ টাকায় জমির আশায় রণেভঙ্গ! পশ্চিমবঙ্গ সরকারকে বড় নির্দেশ হাইকোর্টের

Published on:

sourav ganguly

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও কাটেনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এর কারখানা তৈরি নিয়ে নানা জট। নতুন বছর পরে গেলেও জমির আইনি মামলা এখনও সমাধান হয়নি। পশ্চিম মেদিনীপুরে কারখানা তৈরির জন্য ১ টাকার বিনিময়ে সৌরভকে জমি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। যা নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। আর এবার সেই জমি নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি।

সৌরভের জমি জট মামলা!

WhatsApp Community Join Now

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় প্রয়াগ গ্রুপকে ফিল্ম সিটি করার জন্য একসময় ৭৫০ একর জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু পরে চিটফান্ড কাণ্ড ঘটনায় নাম জড়িয়ে যায় ওই গ্রুপের। অভিযোগ উঠেছিল যে ফিল্ম সিটিতে বিনিয়োগের টাকা মানুষের কাছ থেকে প্রতারণা করে তোলা হয়েছিল। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা তর্ক বিতর্ক এর সৃষ্টি হয়। শেষে প্রয়াগ গ্রুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এরপর সেই বাজেয়াপ্ত ৭৫০ একর জমির কিছুটা অংশ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। সৌরভ সেই জমিতে ইস্পাত কারখানা তৈরি করবেন বলে গত এক বছর ধরে নানা চর্চা চলছে। আর এসবের মধ্যেই সেই কারখানা সংক্রান্ত জনস্বার্থ মামলা ওঠে কলকাতা হাইকোর্টে।

জানা গিয়েছে এসকে মাসুদ নামে এক আমানতকারী সৌরভকে রাজ্য সরকারের জমি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন যেই জমি প্রয়াগের ফিল্ম সিটির জন্য বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই জমি কীভাবে রাজ্য সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেন এবং তাও আবার ১ টাকায় লিজ দিয়ে। এবার তার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বেঞ্চ। গতবার এই মামলা সংক্রান্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের চিটফাণ্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে। আর এই আবহে গতকাল ছিল এই মামলার শুনানি।

রাজ্যকে সাহায্য করবে SEBI

সূত্রের খবর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল সৌরভের জমির মামলার শুনানির দিন। এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গোটা মামলা পর্যবেক্ষণ করে জানিয়ে দিলেন যে, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কী চুক্তি হয়েছে, তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। তবে ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। সেক্ষেত্রে এই ভ্যালুয়েশনের কাজে রাজ্যকে সাহায্য করবে SEBI। এরপর ভ্যালুয়েশনের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে বলে জানাল হাইকোর্ট।

এবং সেই নিলামে যদি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তথা সংশ্লিষ্ট সংস্থা অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিতে পারে, একমাত্র তখনই সেই সম্পত্তির অধিকার তারা পেতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি এই ব্যাপারে রিপোর্ট দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতির বেঞ্চ।

সঙ্গে থাকুন ➥
X