শ্বেতা মিত্র: এবার এক চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে গেল। এমন এক ঘটনা ঘটে গিয়েছে যে সম্পর্কে শুনে কেউ বিশ্বাসই করতে চাইছেন না কার্যত। রাস্তায় হেঁটে চলা এক ব্যক্তির বিরুদ্ধে চালান (Challan) কাটার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। না, সেই ব্যক্তি কোনও গাড়িতে ছিল না, শুধুমাত্র রাস্তায় হাঁটছিল সে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এহেন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে বলে খবর।
কী ঘটেছিল?
এক ব্যক্তির অভিযোগ, মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনতে গিয়েছিলেন তিনি। এরপর পথে আচমকা পুলিশ কর্তারা তাঁকে সঙ্গে করে নিয়ে যান। এরপর থানায় বাইকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলে ৩০০ টাকা জরিমানা করা হয় তাঁকে। শুধু তাই নয়, তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
আসলে পান্না জেলার আজাইগড় থানায় কর্তব্যরত কয়েকজন পুলিশকর্মীর বিরুদ্ধে একটি অদ্ভুত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সুশীল কুমার শুক্লা জানান, তিনি পায়ে হেঁটে আসছিলেন। এরপর হেলমেট না পরার জন্য পুলিশ তাকে একটি চালান জারি করে এবং তার কাছ থেকে ৩০০ টাকা আদায় করে। সুশীল কুমার শুক্লা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ৪ জানুয়ারি।
কী বলছেন ওই অভিযোগকারী?
অভিযোগকারী সুশীল কুমার জানিয়েছেন, মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ সেরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাহাদুরগঞ্জের দিক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় পেছন থেকে একটা পুলিশের গাড়ি এলো এবং তাঁকে নিয়ে চলে গেল। সকল পুলিশ কর্তার গায়ে বিয়ের পোশাক। ‘পুলিশ জোর করে আমাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়,’ জানিয়েছেন ব্যক্তি। ভুক্তভোগী জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তাকে এখানে আনার কারণ জানতে চাইলে তাকে গালিগালাজ অব্ধি করা হয়। পুলিশকর্মীরা হুমকি দেন যে যদি সে গোলমাল সৃষ্টি করে তবে পুলিশ তাঁকে এমন মামলায় জড়িয়ে দেবে যেখানে ১৮,০০০ টাকা জরিমানা করা হবে এবং ৬ মাসের জন্য জামিন দেওয়া হবে না। এর পর ওই ব্যক্তি অনুরোধ করেন, আজ তাঁর মেয়ের জন্মদিন, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশ কর্মীরা নাকি থানার সামনে পার্ক করা একটি মোটরসাইকেলের নম্বর লিখে হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ৩০০ টাকার চালান কাটে।
যাইহোক, বিষয়টি সুশীল কুমার শুক্লা এখন উচ্চ পদস্থ কর্তাদের কাছে উত্থাপিত করেছেন। বিষয়টি এখন পুলিশ সুপারের কাছে গিয়েছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে আজাইগড় থানার ইনচার্জ রবি জাদাউন বলেন, হেলমেট না পরার জন্য পথচারীর চালান কাটার কোনও নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।