সকাল সকাল ৫ শহরে ১০০-র নীচে নামল পেট্রলের দাম, ডিজেলের দর কত? জানুন আজকের রেট

Published on:

petrol diesel price down

শ্বেতা মিত্র, কলকাতা: শুক্রবার সকাল সকাল পেট্রোল, ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে স্বস্তি ফিরল দেশবাসীর মধ্যে। এমনিতে মূল্যবৃদ্ধির মারে প্রাণ ওষ্ঠাগত সকলের। তারওপর হু হু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এহেন অবস্থায় ঘরের জিনিস কি কিনবেন কিংবা গাড়িতে তেল কী ভরবেন সেই নিয়ে চিন্তার শেষ নেই আমজনতার। যদিও আজ সকাল সকাল পেট্রোল ও ডিজেলের দাম দেখে চমকে গিয়েছেন সকলে। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করছেন কিংবা গাড়িতে তেল ভরবেন বলে ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

পেট্রোল-ডিজেলের দাম জারি

WhatsApp Community Join Now

সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ কালিম্পং, উত্তর দিনাজপুর, নদিয়ায় সবথেকে বেশি পরিমাণে বেড়েছে। আবার ৭ জেলায় দর কমেছে পেট্রোলের। যাইহোক, আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে জ্বালানির দাম কততে যাচ্ছে শুক্রবার।

আরও পড়ুনঃ কোথায় কেমন নেটওয়ার্ক জানাতে হবে মানচিত্র দিয়ে! নইলে… Jio, Airtel-দের নির্দেশ TRAI-র

  • হাওড়ায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.০১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৮১ টাকা।
  • হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৯ টাকা।
  • কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.০১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৮২ টাকা।
  • মুর্শিদাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৮৫ টাকা।
  • উত্তর ২৪ পরগনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৫ টাকা।
  • নদিয়া পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.১৩ টাকা।
  • দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০৮ টাকা।
  • পশ্চিম বর্ধমানে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০৪ টাকা।

উত্তরবঙ্গে তেলের দাম

  • কালিম্পং পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৯২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪৮ টাকা।
  • উত্তর দিনাজপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫. ৯১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৬৫ টাকা।

অন্যান্য শহরে কত কী দাম তেলের

আরও পড়ুনঃ ‘ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার’, কেন DA বাড়ছে না বাংলার কর্মীদের! জানা গেল কারণ

  • অন্ধ্রপ্রদেশে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৯.৯২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৭.৬৪ টাকা।
  • দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ৭৭ পয়সা। ডিজেলের দাম ৮৭. ৬৭ টাকা।
  • আগ্রা পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৫৪ টাকা।
  • মুম্বাইতে পেট্রোলের দাম ১০৩. ৪৪ টাকা। মুম্বাইতে ডিজেল বিক্রি হচ্ছে ৮৯. ৯৭ টাকা।
  • ছত্তিশগড়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৯০ টাকা।
  • চেন্নাইতে পেট্রোলের দাম ১০০. ৯৫ টাকা। চেন্নাইতে ডিজেল যথাক্রমে ৯২.৩৯ টাকা।

ঘরে বসে এভাবে জানুন তেলের দাম

এখন আপনি ঘরে বসেও সহজেই জানতে পারবেন তেলের দাম। এর জন্য তেল বিপণন সংস্থাগুলির ওয়েবসাইটে যেতে হবে বা এসএমএস পাঠাতে হবে।  আপনি যদি ইন্ডিয়ান অয়েলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আরএসপি দিয়ে সিটি কোড লিখে 9224992249 নম্বরে এস 9223112222 এমএস পাঠাতে পারেন এবং আপনি যদি বিপিসিএলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আরএসপি লিখে নম্বরে এসএমএস পাঠাতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X