শ্বেতা মিত্র, কলকাতা: গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক প্ল্যান এনেই চলেছে টেলিকম কোম্পানিগুলি। Jio থেকে শুরু করে Vi, Airtel বিভিন্ন দামের অনেক প্রিপেড প্ল্যান এনে সকলকে স্বস্তি দিয়েছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। জিও এবং এয়ারটেলের মতো সংস্থাগুলি যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটার সুবিধা দিচ্ছে। ভাল জিনিস হল যে আপনি যদি অতিরিক্ত ডেটা চান তবে গ্রাহকরা সস্তা প্ল্যানগুলি অনায়াসেই বেছে নিতে পারেন।
কম দামে আনলিমিটেড ডেটার সুবিধা থাকবে এমন অনেক প্ল্যান রয়েছে টেলিকম সংস্থাগুলির কাছে। তবে ফেয়ার ইউসেজ পলিসি (এফইউপি) সীমা এই প্ল্যানগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। আজকের এই আর্টিকেলে একটি প্ল্যান সম্পর্কে আপনাদের তথ্য দেওয়া হবে যার মূল্য কিনা ৫০ টাকারও কম। চলুন দেখে নেওয়া যাক।
জিও-র ৪৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র একদিন, তবে এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানের সঙ্গে রিচার্জে 25GB এফইউপি ডেটা লিমিট প্রযোজ্য। কেবল ডেটা-প্ল্যান হওয়ার কারণে, এতে কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যায় না। এই হিসেবে যদি 1GB ডেটার খরচ হিসেব করা যায়, তাহলে দেখা যাবে প্রতি জিবি ডেটার জন্য খরচ হচ্ছে মাত্র ১.৯৬ টাকা (প্রায় ২ টাকা)।
আরও পড়ুনঃ শিয়ালদা স্টেশনে ওরা কারা? টিটি ধরতেই যা তথ্য উঠে এল! আতঙ্ক বাংলা জুড়ে
এয়ারটেলের ৪৯ টাকার প্রিপেইড প্ল্যান
Airtel -এর ৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জে একদিনের বৈধতা দেয়। এই প্ল্যানে ইউজাররা ২৪ ঘণ্টা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা ডিজনি + হটস্টার ওটিটি পরিষেবার ভিডিও সামগ্রীও স্ট্রিম করতে পারবেন।
Vi এর ৪৯ টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়া ৪৯ টাকার একটি প্ল্যানও অফার করছে। তবে এই প্ল্যানে মোট 20GB ডেটার সুবিধা পাওয়া যায় এবং এই প্ল্যানের ভ্যালিডিটিও মাত্র ১ দিন। এটি কেবল ডেটা-প্ল্যান হওয়ার কারণে অন্য কোনও সুবিধা সরবরাহ করে না।