Indiahood-nabobarsho

বুমরাহ, শামিকে রেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল! টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের নাম ঘোষণা BCCI-র

Published on:

India announced the champions trophy team with jasprit bumrah and mohammad shami

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল শনিতেই! জসপ্রীত বুমরাহর চোটের মাঝেই আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করলো BCCI। সকলকে চমকে দিয়ে আইসিসি টুর্নামেন্টের ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়লেন টানা 1 বছরেরও বেশি সময় ধরে দল থেকে বিচ্ছিন্ন মহম্মদ শামি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেই সাথে দলে জায়গা হয়েছে আলোচনার আড়ালে থাকা প্রাক্তন KKR তারকা শ্রেয়স আইয়ারেরও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, চোট যন্ত্রণা নিয়ে বিশ্রামে থাকা বুমরাহকে দলে রেখেই স্কোয়াড বানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলত, ঘটনাটি অপ্রত্যাশিত হলেও খুশির জোয়ারে ভেসেছেন সমর্থকরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নেতৃত্ব রোহিতের হাতেই

গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চুনকাম সিরিজের প্রধান খলনায়ক ছিলেন রোহিত শর্মা। অজিভূমিতে পা রেখেও নিজের ব্যর্থতার পরিধি কমাতে পারেননি রোহিত। কাজেই প্রশ্ন উঠেছিল তাঁর কেরিয়ার ও অবসর প্রসঙ্গে। তবে সেইসব জল্পনার জট কাটিয়ে হিটম্যানকেই আবারও ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব দিলেন অজিত আগরকররা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শনিবার দুপুরে নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতেই বসেছিল রোহিত শর্মা ও নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের সাংবাদিক বৈঠক। এদিন সাংবাদিক বৈঠক করার আগে BCCI কর্তাদের সাথে দীর্ঘ আলাপ-আলোচনা চলে নির্বাচন কমিটির। আর এর পরই আসন্ন আইসিসি চ্যাম্পিযনস ট্রফির জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করে বোর্ড।

2025 চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতের প্রথম কয়েকটি ম্যাচ

2017 সালের পর দীর্ঘ 8 বছর পেরিয়ে ফের আয়োজিত হতে চলেছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবারে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব গিয়ে পড়েছে পাকিস্তানের ওপর। তাই ইভেন্টের বেশিরভাগ ম্যাচই হবে পাক ময়দানে। তবে হাইব্রিড মডেল মেনে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

সেই সূত্র ধরেই 20 ফেব্রুয়ারি পদ্মা পাড়ের দল বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলবে ভারত। এদিনের রণক্ষেত্র দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 23 ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নামবে রোহিতরা। এরপর 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ফিরে দেখা…

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অর্থাৎ মিনি ওয়ার্ল্ড কাপের আসরে 2013 সালে শেষবারের মতো জয় পেয়েছিল ভারত। সেবার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি কাঁধে তুলেছিল টিম ইন্ডিয়া। তবে 2013-তে জয়ের পর 2017-র ফাইনালে চেনা শত্রু পাকিস্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারেনি ভারতের ছেলেরা।

আরও পড়ুনঃ ৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি, আগুনে ফর্মে প্রাক্তন KKR তারকা! ভূয়সী প্রশংসা সচিনের

যার জেরে 17-র শিরোপা অধরা থেকে যায় জাতীয় দলের। তারপর 2021 সালে করোনা মহামারির প্রকোপে আয়োজন করা সম্ভব হয়নি চ্যাম্পিয়নস ট্রফি। কাজেই দীর্ঘ 8 বছর পর আবারও জয়ের আশায় বুক বাঁধতে চলেছে রোহিতের দল। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি ভারতের ঝুলিতে আসবে কিনা তা জানা যাবে সময়ের সাথে সাথে।

অবশ্যই পড়ুন: জেতা ম্যাচ হাতছাড়া মোহনবাগানের, এই প্লেয়ারকে ভিলেন বানালেন সমর্থকরা

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের 15 সদস্যের ঘোষিত স্কোয়াড | Champions Trophy Team India Squad |

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group