Indiahood-nabobarsho

১৫ জন শেষ নয়, আরও ৩ প্লেয়ারকে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট দিতে পারে BCCI, লিস্টে KKR-র এক

Published on:

Bumrah's uncertainty is increasing in the champions trophy2025 these 3 young talents will get a chance if the team changes

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দুঃসময় কাটাতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। দীর্ঘ চোট কাটিয়ে অবশেষে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তবে তাঁর প্রত্যাবর্তনের সাথে সাথে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক ধুরন্ধর পেসার মহম্মদ সিরাজ। চোটের কারণে আপাতত বিশ্রামে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। তবে চোট-আঘাত সত্বেও তাঁকে নিয়েই দল ঘোষণা করেছে বোর্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এহেন আবহে চিন্তা বেড়েছে জসপ্রীতকে নিয়ে। চোট সামলে যদি ফেব্রুয়ারির আগে মাঠে ফিরতে না পারেন বুমরাহ, সেক্ষেত্রে চাপ বাড়বে ভারতের। তবে সূত্র বলেছে, বুমারাহ যদি মাঠে না ফেরেন কিংবা ম্যাচ চলাকালীন যদি কোনও খেলোয়াড় আহত হন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে আগেভাগেই 3 পরিচিত মুখকে বেছে নিতে পারে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কারা তাঁরা? রইল বিস্তারিত।

জসপ্রীতের বিকল্প হর্ষিত রানা?

ব্যাক ইঞ্জুরির কারণে বুমরাহকে অন্তত 5 সপ্তাহ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে, ভারতীয় পেসারের দলে ফেরা নিয়ে দীর্ঘ সংশয় তৈরি হয়েছে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি এবং তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে আদৌ বুমরাহকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন ভারতীয় নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর ও অধিনায়ক রোহিত শর্মা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পরিস্থিতি যখন এমন ঠিক সেই মোক্ষম সময়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য বুমরাহর বিকল্প হিসেবে ভারতের তরুণ পেসার হর্ষিত রানাকে গোপন অস্ত্র হিসেবে দলে রেখেছে বোর্ড। মনে করা হচ্ছে বুমরাহর মাঠে ফেরা না হলে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেন রানা। যদিও রানাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বোর্ড।

সুযোগ পেতে পারেন অভিষেক শর্মা

বর্তমানে ভারতীয় ক্রিকেট জগতে যাঁর নাম বারংবার উচ্চারিত হচ্ছে তিনি হলেন পাঞ্জাবের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টির জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে জায়গা হয়েছে অভিষেকের। খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ রেখেই তাঁকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট।

সাম্প্রতিক বিজয় হাজারে টুর্ণামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন শর্মা। এই টুর্নামেন্টটিতে 467 রান রয়েছে তাঁর। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টির পর আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট ও ইংল্যান্ডের ওডিআই সিরিজের জন্য তাঁকে দলে টানতে পারে বোর্ড। তবে এই ঘটনা সম্ভব হবে, দলের ঘোষিত খেলোয়াড়দের অনুপস্থিতির পরই।

অবশ্যই পড়ুন: মান সম্মান ডোবালেন নারিন, রাসেল! দুই KKR তারকার ব্যর্থতায় হারল নাইট শিবির

নীতিশ কুমার রেড্ডি

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হতে পারে ভারতের তরুণ তারকা নিতিশ কুমার রেড্ডিকে। গত বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে নিজের জলবা দেখিয়েছেন নীতিশ। এবার সেই কারণকে সামনে রেখেই এবার দলে ফিরতে পারেন রেড্ডি।

মনে করা হচ্ছে, আসন্ন আইসিসি টুর্নামেন্ট চলাকালে হার্দিক পান্ডিয়া, যদি আহত হন সেক্ষেত্রে তাঁর বিকল্প হিসেবে তড়িঘড়ি রেড্ডিকে দলে ভেড়াতে পারে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, শনিবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে ভারত। তবে বিশেষ কারণবশত দলে বদল আনতে চাইলে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবে BCCI।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের 15 সদস্যের ঘোষিত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group