পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০২৫ সালে ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা (Mahakumbh) শুরু হয়েছে। দেশ বিদেশের পুণ্যার্থীরা এই মহেন্দ্র ক্ষণের সাক্ষী হতে ও পুণ্যস্নানের জন্য জড় হয়েছেন প্রয়াগরাজের ত্রিবেণীসঙ্গমে। ৪৫ দিন ব্যাপী চলতে থাকা এই মেলায় ৪০ কোটি মানুষের সমাগম হবে বলে আন্দাজ করা হয়েছে, তবে সেই সংখ্যা ছাপিয়ে যেতে পারে। প্রতিবারের মত এবারেও মেলা প্রাঙ্গণে হাজারো নাগা সাধুর দেখা মিলেছে, তবে কিছুজন নেটপাড়ায় ব্যাপক চর্চায় উঠে এসেছেন। এমনই একজন হলেন মহাকুম্ভের গোল্ডেন বাবা (Golden Baba), আজকের প্রতিবেদনে তার সম্পর্কেই জানাবো আপনাদের।
মহাকুম্ভের ভাইরাল গোল্ডেন বাবা | Viral Golden Baba Maha Kumbha 2025
এবছর মহাকুম্ভের শুরু থেকেই বেশ কিছু সাধুদের ভাইরাল হতে দেখা গিয়েছে। আইআইটি বাবার পর সাম্প্রতি চর্চায় উঠে এসেছেন গোল্ডেন বাবা। হ্যাঁ ঠিকই ধরেছেন সর্বাঙ্গে কেজি কেজি স্বর্ণের গয়না পরার জেরেই এমন নামকরণ হয়েছে। জানা যাচ্ছে মোট ৬.৭ কেজির সোনা পরে থাকেন শ্রী পঞ্চদাসনম কাহালা আখারা মহামন্দালেশ্বর আরুন গিরি। এছাড়া নিরঞ্জনী আখড়ার এসকে নারায়ণ গিরিজিও তার ৪ কেজি সোনা পরে থাকার কারণে ভাইরাল হয়ে গিয়েছেন।
৬ কোটি টাকার সোনা পরে থাকেন ‘গোল্ডেন বাবা’
ভাইরাল হওয়া গোল্ডেন বাবা এসকে নারায়ণ গিরির গায়ে থাকা ৪ কেজি সোনার জামার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর কাছে একটি সোনার লাঠি রয়েছে যাতে নরসিংহ, নটরাজ ভদ্রকালীর মত দেবী-দেবতার নকশা করা রয়েছে। তাঁর মতে এগুলি তার গুরুর প্রতি ভক্তির প্রতীক মাত্র।
আরও পড়ুনঃ সিগন্যাল নেই? এবার যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন BSNL, Jio, Airtel-র গ্রাহকরা
পরণের বস্ত্রে সোনা থেকে হাতের দশ আঙুলে ভর্তি সোনার আংটিতো আছেই। বাবার মোবাইলের কভারটিও সোনা দিয়ে তৈরী বলে জানা যাচ্ছে। দিল্লির এসকে নারায়ণ গিরির মতে, সোনা শুধুমাত্র বাহ্যিক সৌন্দ্যার্যই নয় বরং আধ্যাত্মিক জীবন ও সাধনার প্রতীক।
আরও পড়ুনঃ ৩১ জানুয়ারি শেষ সুযোগ, রাজ্য সরকারের জনদরদি প্রকল্পে নাম লেখালেন ২১ লক্ষ মানুষ
বারোদা বাবার ৫ কেজির স্বর্ণ বস্ত্র
আরেক বাবা যিনি স্বর্ণ বস্ত্রের জন্য ভাইরাল হয়েছেন তিনি হলেন শ্রী দশনাম শ্রী সন্ত গুরুদত্ত আখড়ার আদিত্যনন্দ গিরি। গুজরাটের বারোদা থেকে আদিত্যনন্দ গিরি আগামী ২৩শে জানুয়ারি মহাকুম্ভে পৌঁছাবেন ও মেলার ১৩ নং সেক্টরে থাকবেন বলে জানা যাচ্ছে। তিনি ৫ কেজি সোনার একটি বস্ত্র পরেন যার বর্তমান বাজারমূল্য কোটি টাকায়। যেটা সূর্যদেবের শক্তি প্রদান করে বলে মনে করেন।