Indiahood-nabobarsho

ভারত, ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার চিন্তা দূর, অতিরিক্ত ট্রেন দিল পূর্ব রেল, জানুন টাইমিং

Published on:

local train kolkata

শ্বেতা মিত্র, কলকাতা: ফের একবার টানটান উত্তেজনায় ভরা ক্রিকেটের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। সম্মুখ সমরে ভারত-ইংল্যান্ড (India Vs England)। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীরা উত্তেজনায় টগবগ করে ফুটছেন। অনেকেই আছেন যারা দূর দূর থেকে এই খেলা দেখতে কলকাতায় আসবেন। খেলা চলবে রাত অবধি। যে কারণে অনেকের চিন্তা, খেলা কী তাহলে মাঝপথে রেখে বাড়ির দিকে পা বাড়াতে হবে? না চিন্তার কিছু নেই, কারণ  এবার সকলের কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারত-ইংল্যান্ড ম্যাচ উপলক্ষে বড় ঘোষণা রেলের

আজ বুধবার ইডেনে খেলতে নামবে ভারত- ইংল্যান্ড। এদিকে কলকাতার ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের জন্য অতিরিক্ত ট্রেন যাত্রীর কথা মাথায় রেখে পূর্ব রেল বুধবার অতিরিক্ত দুটি ১২ কোচের ইএমইউ ট্রেন চালুর ঘোষণা করেছে। গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ পরিষেবা ম্যাচ শেষে দর্শকদের ফেরার সুবিধার্থে অবশ্যই অনেকটা সাহায্য করবে বৈকি।

এই রুটে চলবে ট্রেন

এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে ট্রেন ছুটবে? তাহলে জানিয়ে রাখি, ট্রেনগুলি প্রিন্সেপ ঘাট এবং বারাসতের মধ্যে এবং বিবিদি বাগ এবং বারুইপুরের মধ্যে চলাচল করবে। প্রিন্সেপ ঘাট-বারাসত স্পেশাল ট্রেনটি ২২ জানুয়ারি রাত ১১:৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে এবং পরের দিন রাত ১ টার মধ্যে বারাসত পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা, আর চিন্তা রইল না রাজ্যের মহিলাদের

এদিকে, বিবিদি বাগ-বারুইপুর স্পেশাল ২২-২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে রাত ১২:০২ মিনিটে বিবিদি বাগ ছেড়ে বারুইপুর পৌঁছাবে রাত ১:৩২ নাগাদ। দুটি ট্রেনই নিজ নিজ রুটের সব স্টেশনে থামবে। উল্লেখ্য, বুধবার কলকাতার ইডেন গার্ডেনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমে, অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামি ভারতীয় দলে ফিরবেন। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট খেলে শামি তার ম্যাচ ফিটনেস প্রমাণ করেছেন।

আরও পড়ুনঃ আর ফ্রি নয়, দিতে হবে টাকা! রেশনে বিনামূল্যে সামগ্রী দেওয়া বন্ধের পথে সরকার

কলকাতার ইডেন গার্ডেন অনেক ঐতিহাসিক জয়ের সাক্ষী এবং এটি টি-টোয়েন্টিতে ভারতের জন্য একটি পয়া মাঠ। ভারত এখনও পর্যন্ত এই মাঠে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ছয়টি জিতেছে এবং একটি ম্যাচে হেরেছে। মজার ব্যাপার হল, এই মাটিতে ভারতের একমাত্র টি-টোয়েন্টি পরাজয় ইংল্যান্ডের বিরুদ্ধে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group