KKR-কে নিয়ে বোমা ফাটালেন আইয়ার, পাল্টা দিলেন আকাশ চোপড়াও

Published on:

Shreyas iyer made controversial comments about kkr, aakash chopra responded

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঘরে ট্রফি তুলে দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এখন পাঞ্জাব কিংসের দায়িত্ব সামলাচ্ছেন। তবে এই ঘটনা ঘটার আগে নাইট শিবির থেকে বিতাড়িত করা হয়েছিল শ্রেয়স আইয়ারকে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। তবে 2025 মরসুমে রিকি পন্টিংয়ের দল PBKS-এর হয়ে মাঠে নামার আগেই প্রাক্তন দল KKR প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন আইয়ার। তবে আইয়ারের সেই দাবিকে উড়িয়ে দিয়ে বিতর্কে নতুন পালক জুড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

KKR-কে কাঠগড়ায় তুললেন আইয়ার!

WhatsApp Community Join Now

2024 মরসুমে দলকে সাফল্য পাইয়ে দেওয়ার পরও রিটেনশন তালিকায় ঠাঁই হয়নি শ্রেয়স আইয়ারের। আশা ছিল মেগা অকশন। তবে সেই টেবিলেও একপ্রকার উপেক্ষিত হয়েছেন প্রাক্তন KKR অধিনায়ক। এবার সেই কারণকে সামনে রেখেই নাইট কর্তাদের নিয়ে মনের সুপ্ত যন্ত্রণা উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। দল থেকে ছাঁটাই হওয়ার ঘটনাকে সামনে রেখে আইয়ার বলেন, 2024 সালে IPL জেতার পর আগামী মরসুম নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম।

আমি যে দলে থাকতে চাই সে কথাও জানিয়েছিলাম দলের কর্তাদের। তবে মাসের পর মাস কেটে গেলেও KKR ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে, আমার সাথে এটা কি হচ্ছে! প্রাক্তন KKR তারকা আরও বলেন, মূলত ফ্রাঞ্চাইজির সাথে যোগাযোগের অভাব থাকায় আমাকে দল থেকে বাদ পড়তে হয়েছে। যদিও শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতির পরেই বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আইয়ারের শেষ সংযোজন, কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির আচরণে আমি সত্যিই খুব হতাশ।কেননা, হাতে বেশি সময় ছিল না। মেগা নিলামের আগে পর্যন্তও ফ্রাঞ্চাইজির তরফে কোনও উত্তর আসেনি। তাই আমাকে বিদায় নিতে হল।

অবশ্যই পড়ুন: এই ৩ কারণে ২০২৫-এ IPL জেতা হবেনা KKR-র

আইয়ারের অভিযোগ ধোপে টিকলো না আকাশ চোপড়ার সামনে

KKR প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের দাবিগুলি মেনে নিতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। আকাশ বলেন, আইয়ার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন ঠিকই, কিন্তু তাঁর বক্তব্য, দলে থাকা নিয়ে নাইট কর্তারা তাঁর সাথে কথা বলেননি। এ কথা আমি অন্তত মানতে পারছি না। প্রশ্ন উঠতে পারে কেন? আমি নিশ্চিত যে, কলকাতা নাইট রাইডার্স শ্রেয়সের সাথে দীর্ঘ আলোচনা করেছে।

আরও পড়ুনঃ বুমরাহ, শামি না মিচেল স্টার্ক! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সবথেকে জোরে বল করবে কে?

খেলোয়াড়ের মত জানতে চেয়েছেন দলের শীর্ষ কর্তারা। তবে শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি সেটা ভিন্ন বিষয়। চোপড়া বলেন, আইয়ারের মনেও যথেষ্ট আশঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আর দলে থাকা হয়নি। যা ঘটেছে তা বেশ মজার। আমি একটা কথা জানি, কর্মই সবকিছুর শেষ। তাই যা হয়েছে সেটা আগে থেকেই লেখা ছিল। তবে আইয়ার যে অভিযোগ তুলছেন তা আমি ঠিক বলে মনে করি না। কারণ, KKR ম্যানেজমেন্ট যে আইয়ারের সাথে কথা বলেছেন এ প্রসঙ্গে আমি একশো শতাংশ নিশ্চিত।

সঙ্গে থাকুন ➥
X