সঞ্জয়ের মৃত্যুদন্ড নিয়ে রাজ‍্যের আবেদনকে চ‍্যালেঞ্জ CBI-র! পালটা যুক্তি রাজ্যের আইনজীবীর

Published on:

cbi

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সোমবার শিয়ালদহ আদালত আরজি কর-কাণ্ডে অন্যতম দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাবাসের শাস্তি ঘোষণা করে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। তিনি তাঁর এই নির্দেশনামায় লিখেছেন যে আরজি কর কাণ্ডের ঘটনা ‘বিরলের মধ্যে বিরলতম’ নয় তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এই রায়কে একদমই ন্যায্য ভাবে গ্রহন করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্যমন্ত্রী জানান, আরজি করের ঘটনাটি ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা। তাই সেক্ষেত্রে সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত। এবং ওইদিনই রাতে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানান, শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার।

রাজ্যের মামলাকে চ্যালেঞ্জ করল CBI

WhatsApp Community Join Now

ঠিক সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পরের দিনই রাজ্য সরকার মামলা দায়ের করে চেয়ে হাই কোর্টে। এবং সেখানে বিচারপতি শুভেন্দু বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয়। আর এবার সেই আবহে মামলা করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাল CBI ৷ সূত্রের খবর শিয়ালদহ আদালতের রায়কে রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা নিয়ে আজ অর্থাৎ বুধবার ঘোর আপত্তি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তাই এবার সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে রাজ‍্যের আবেদনের গ্রহণযোগ্যতাকে চ‍্যালেঞ্জ করল খোদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে হাই কোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন CBI এর আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার। তিনি বলেন, যেখানে আরজি কর কাণ্ডের ঘটনার মামলার সঙ্গে সরাসরি যুক্ত নির্যাতিতার পরিবার, CBI কিংবা সঞ্জয়, হাই কোর্টের দ্বারস্থ হয়নি, সেখানে রাজ্য মাঝখান থেকে কী ভাবে এই আবেদন করতে পারে? এই যুক্তির ভিত্তিতে বিচারপতি দেবাংশু বসাকও পাল্টা প্রশ্ন করেন যে “ আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারেন?”

আরও পড়ুনঃ নরম গদি থেকে বড় প্যাসেজ, ভোল বদলে যাচ্ছে বন্দে ভারতের! ২৫টি পরিবর্তন আনছে রেল

পাল্টা যুক্তি রাজ্যের আইনজীবীর!

তাতে রাজ্যের আইনজীবী জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায় জানান, এই ভয়ংকর ঘটনায় শুধু পরিবার, CBI এবং সঞ্জয় মামলা করতে পারবেন না, তার সঙ্গে রাজ্য সরকারও মামলা করতে পারে। সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে। পাশপাশি আরও এক গুরুত্বপূর্ণ কারণ হল আরজি কর-কাণ্ডের মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করেছিল। পরে সেটি CBI এর হাতে যায়।

আরও পড়ুনঃ ফের বিপত্তি, নতুন করে হাওড়া-ব্যান্ডেল লাইনে চারদিন অজস্র লোকাল বাতিল করল পূর্ব রেল

কিন্তু জানা গিয়েছে আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের যে দাবি রাজ্য সরকার করেছে তা কোনোভাবেই নির্যাতিতার পরিবারকে জানানো হয়নি। আর এর যুক্তিতে রাজ্যের আইনজীবীরা জানান, এই রায়ের সার্টিফায়েড কপি শিয়ালদহ আদালত থেকে মাত্র তিনজনকে দেওয়া হয়েছে। আর এই তিনজন হল সিবিআই, পরিবার এবং অভিযুক্ত। আর এদিকে আমরা অনলাইনে যে নির্দেশনামা আপলোড করেছি তার ভিত্তিতে এই মামলা আমরা করেছি। এবং আদালত জানিয়েছে, আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সিদ্ধান্ত হবে।

সঙ্গে থাকুন ➥
X