সমস্যা ফুসফুস-কিডনিতে! শারীরিক অবস্থার অবনতি পার্থর, ভর্তি ICU-তে

Published on:

partha chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ED। গত আড়াই বছর ধরে তিনি এখনও জেলবন্দী। ED র পাশাপাশি CBI এর হাতেও গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিনের জন্য আবেদন করা হলেও কোনো আশা মেলেনি আদালতের তরফে। জেলের ভিতর একাধিক বার তিনি অসুস্থও হয়ে পড়েছেন। এমনকি গ্রেফতারির পর ভুবনেশ্বর এমসে নিয়ে গিয়েও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায় ED। একাধিক বার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছেন আদালতে। আর এই আবহে ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল হাসপাতাল থেকে গত সোমবার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে।

ICU তে রাখা হয়েছে পার্থকে!

WhatsApp Community Join Now

সূত্রের খবর, গত ২০ জানুয়ারি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যার ফলে ফের তাঁকে এসএসকেএমের ICU তে রাখা হয়েছে। শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই পার্থকে ICU তে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, পার্থের কিডনি এবং ফুসফুসে সমস্যা রয়েছে। এবং শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাতেও গোলমাল হচ্ছে। যার ফলে ওঠানামা করছে পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণ।

১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রে জটিলতা দেখা দিয়েছে। তার উপর আবার তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও যথেষ্ট কমে গিয়েছে। যার ফলে আর দেরি না করে শীঘ্রই তাঁকে ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ড থেকে কার্ডিওলজি বিভাগের -তে স্থানান্তরিত করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন মেডিসিন, নেফ্রোলজি, চেস্ট মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকরা। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে পার্থকে।

গত বছর অর্থাৎ ২৪ এর অক্টোবরের শেষের দিকে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিলেন চিকিৎসকরা। সেখানে পার্থের আইনজীবী দাবি করেছিলেন, আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। জেলে থাকার সময় তা আরও বেড়েছে। যদিও প্রতি মাসেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থের স্বাস্থ্যপরীক্ষা করা হয়ে থাকে। পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। তবে গত সোমবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির খবরের পরই প্যানিক অ্যাটাক হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

সঙ্গে থাকুন ➥
X