Indiahood-nabobarsho

আগামী মাস থেকেই বাড়ছে Maruti গাড়ির দাম, গ্রাহকদের গুনতে হবে মোটা টাকা

Published on:

maruti announces price hike in cars

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি এবছর নতুন গাড়ি নেওয়ার কথা ভাবছেন? তাহলে এই খবরটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে বেশিরভাগই মারুতি সুজুকি কোম্পানির। তাছাড়া কম্প্যাক্ট এসইউভি থেকে শুরু করে ৭ সিটার ফ্যামিলি গাড়ি সবই রয়েছে মারুতির। তাই পছন্দের কোনো একটি মারুতির গাড়ি কিনে নিতেই পারেন। তবে সেটা এমাসেই কিনে ফেলুন না হলেই খসবে অতিরিক্ত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাড়ছে মারুতি সুজুকির গাড়ির দাম | Maruti Suzuki Cars Price Hike

হ্যাঁ ঠিকই দেখছেন, আগামী ৬ দিনের মধ্যে যদি নতুন গাড়ি কিনে নেন তাহলে কয়েক হাজার টাকা বাঁচাতে পারবেন। কারণ ফেব্রুয়ারি মাস থেকেই ৫০০০ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে মারুতি গাড়ির দাম। গাড়ির মডেলের উপর ভিত্তি করে দামের বৃদ্ধি নির্ভর করবে। কিন্তু কেন বাড়ছে দাম? আর কোন মডেলে কতটাকা বাড়ছে? চলুন জেনে নেওয়া যাক।

কেন বাড়ছে গাড়ির দাম?

কোম্পানির মতে, সময়ের সাথে গাড়ি তৈরির জন্য  প্রয়োজনীয় কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে উৎপাদন ছাড়াও আরও অনেক খরচ বেরেলসে তাই গ্রাহকদের কথা ভেবে যতটা সম্ভব কম দাম বাড়ানোর চেষ্টাকরা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখা ভালো মারুতির সবচেয়ে সস্তা গাড়ি বর্তমাইন Alto K 10 যেটার দাম ৩.৯৯ লক্ষ আর সবচেয়ে দামি গাড়ি হল Maruti Invicto যেটার দাম ২৮.৯২ লক্ষ টাকা।\

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন মডেলের দাম কত টাকা বাড়ছে?

আগেই বলা হয়েছে গাড়ির মডেলের উপর ভিত্তি করে দাম বাড়ানো হবে। নিচে সেই তালিকা দেওয়া হল:

Wagon R : আপনি যদি ওয়াগন আর কিনতে চান তাহলে জানুয়ারি মাস শেষ হলেই সেটার দাম ১৫,০০০ টাকা বেশি দিতে হবে। তাই নেওয়ার প্ল্যান থাকলে এমাসেই কিনে ফেলুন, বা ফুল পেমেন্ট করে বুকিং করে ফেলুন।

Alto K10: কয়েক দশক ধরে ভারতীয়দের প্রিয় Alto K10 এর দাম আগামী মাস থেকেই ৫০০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Maruti Suzuki Dzire : রাস্তায় বেরোলেই যে গাড়ি সবার আগে নজরে পরে সেটা হল মারুতি সুজুকি ডিজায়ার। এই গাড়িটি কিনতে হলে ফ্রেবুয়ারী মাস থেকে ১০,০০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।

Maruti Swift : মারুতির আরেকটি জনপ্রিয় মডেল হল সুইফট। এই গাড়িটির দাম সামনের মাস থেকে ৫০০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৯০% কমেছে প্রতারণামূলক কল, বিরাট সাফল্য টেলিকম ডিপার্টমেন্টের

Breeza : আপনি যদি মারুতি ব্রিজা কেনার প্ল্যান করে থাকেন তাহলে জেনে রাখুন ১ লা ফেব্রুয়ারি থেকে গাড়িটি ২০,০০০ টাকা বেশি দিয়ে কিনতে হবে।

Maruti Invicto : প্রিমিয়াম লুক ও সেফটি ফিচারের এই গাড়িটি ফেব্রুয়ারি মাস থেকে ৩০,০০০ টাকা বেশি দাম পড়বে।

এগুলি ছাড়াও গ্রান্ড ভিটারা ২৫,০০০ টাকা, ফ্রন্স মডেলটি ৫৫০০ টাকা করে বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। তাই যদি গাড়ি নেওয়ার প্ল্যান হয়েই থাকে, কিছু টাকা বাঁচাতে হলে আগেভাগেই শোরুমে গিয়ে বুকিং করে সব টাকা পেমেন্ট করে আসতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group