Indiahood-nabobarsho

চতুর্থ T20-তে একাধিক পরিবর্তন, হারের পর বদলে যাবে টিম ইন্ডিয়া! কেমন হবে প্রথম একাদশ?

Updated on:

India is changing the playing 11 ahead of the fourth t20i against england

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম দুই ম্যাচে সহজ জয় তুলে তৃতীয় টি-টোয়েন্টিতে পা রাখতেই স্রোতের বিপরীতে গা ভাসিয়েছে টিম ইন্ডিয়া। লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও গতকালের ম্যাচ দেখে বোঝা যাচ্ছিল আটঘাট বেঁধে নেমেছে ইংল্যান্ড। ফলত ইংলিশ বাহিনীর নিরাপত্তার চাদর সরিয়ে ডানা মেলে উড়তে পারেনি ভারত। যার জেরে ব্যাটিং বিপর্যয়কে সামনে রেখে 3-0 ব্যবধানে লিড দখলের স্বপ্নও আপাতত অধরা সূর্যকুমার যাদবদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই ঘটনার নেপথ্যে যে কারণ বারবার উঠে আসছে তা হলো দলে খেলোয়াড়দের ব্যর্থতা। অনেকেই মনে করছেন, প্রথম দুই ম্যাচের সাফল্য তৃতীয় ম্যাচের আগে দলের রদবদলে আটকে গিয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি যাতে হাতছাড়া না হয় তার জন্য ফের কোমর বাঁধার আগে দলের রক্ষণভাগ কষে বাঁধবেন অধিনায়ক। বদল আসবে একাদশে।

প্লেয়িং ইলেভেনে বদল আনতেই পরাজয় দেখল ভারত

শুরুটা 22 জানুয়ারি, ইডেনের ময়দানে হয়েছিল। এই ম্যাচে বাটলার বাহিনীকে দুরমুশ করে নিশ্চিত জয় হাসিল করে ভারত। লক্ষ্য ছিল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডের ঘাড়ের ওপর ছুরি বসানো। ভারতের ছেলেদের আমরণ চেষ্টায় সেই লক্ষ্য ভেদ করেছে টিম ইন্ডিয়া। তবে বিপদ বাড়ল মঙ্গলবার রাজকোটের ময়দানে। এদিন বল হাতে বরুণ চক্রবর্তী ও হার্দিক পান্ডিয়াদের পুরনো ছন্দে দেখা গেলেও ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ম্যাচ পকেটে পুরতে পারেনি ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এরপরই জাতীয় দলের পরাজয় নিয়ে চলল দীর্ঘ কাটা ছেঁড়া। উঠে এলো একাধিক নয়া তথ্য। জানা যায়, প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও তৃতীয় টি-টোয়েন্টির আগে ভারতীয় দলে রদবদল আনার পরই হারের সম্মুখীন হতে হল সূর্যকুমারের দলকে। কাজেই বর্তমান দল নিয়ে যে আগামী ম্যাচগুলি খেলতে চাইবে না ভারত, একথা এক প্রকার নিশ্চিত। ফলত চতুর্থ টি টোয়েন্টির আগে ম্যাচের রাশ নিজেদের দিকে টানতে ফের প্লেয়িং ইলেভেনে বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাদ পড়বেন জুরেল, এন্ট্রি হবে রিঙ্কুর!

গতকালের ম্যাচে পিঠের খিঁচুনি নিয়ে দল থেকে বাদ পড়া রিঙ্কু সিংকে সবচেয়ে বেশি মনে করেছিল ভারত। বাটলারদের বিরুদ্ধে ভারতের শেষ চেষ্টায় নতুন পালক জুড়তে রিঙ্কুর মতো একজন ফিনিশারের অভাব বারংবার ভুগিয়েছে দলকে। তবে মঙ্গলবার তাঁর অনুপস্থিতিতেই ইংল্যান্ডের সামনে মাথা নুইয়েছে দল। এহেন আবহে মনে করা হচ্ছে চতুর্থ টি-টোয়েন্টির আগে রিঙ্কুকে তড়িঘড়ি দলে ফেরাতে পারে ম্যানেজমেন্ট। তবে KKR তারকার দলে ফেরা হলেও নিজের খারাপ পারফরমেন্সের কারনে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচের আগেই দল থেকে ছেঁটে ফেলা হতে পারে তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলকে।

সুযোগ পাবেন শিবম দুবে!

চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের তরুণ ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি। কাজেই অগত্যা তার বিকল্প হিসেবে দলে রাখা হয়েছিল শিবম দুবেকে। তবে দুর্ভাগ্য, স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত প্লেয়িং ইলেভেনে জায়গা হয়নি তার। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে এই তরুণ প্রতিভাকে কাজে লাগাতে চাইবে ভারত। দুবে যেহেতু ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ যোগদান রাখেন তাই তাকে আসন্ন ম্যাচে নামানো হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।

ডানা ছাঁটা হবে রবি বিষ্ণোইয়ের, দলে ফিরবেন আর্শদীপ!

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নতুন ছন্দ তৈরি করতে স্পিন বিভাগে রবি বিষ্ণোইকে জায়গা দিয়েছিল ভারত। সেই মতো দলের হয়ে ইংল্যান্ডকে শায়েস্তা করতে মাঠে নেমেছিলেন তিনি। তবে বিষ্ণোইয়ের বলের জোর এখনও পর্যন্ত সেভাবে উইকেটে দখল জমাতে পারেনি। চলতি টি-টোয়েন্টি সিরিজে মাত্র 1 উইকেট পেয়েছেন তিনি। যেখানে বরুণ চক্রবর্তীর খাতায় যোগ হয়েছে 10টি উইকেট। ফলত, রবির ব্যর্থতাকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচগুলিতে তাকে আর দলে রেখে বিপদ বাড়াতে চাইছে না ম্যানেজমেন্ট। অন্যদিকে তৃতীয় ম্যাচের আগেই দাপুটে পেসার আর্শদীপ সিংকে বিশ্রামে রেখেছিল দল। সূত্র বলছে, চতুর্থ টি-টোয়েন্টিতে ফেরানো হতে পারে তাকে।

অবশ্যই পড়ুন: ভারতের হারের ৩ ভিলেন

এক নজরে চতুর্থ টি টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group