বিক্রম ব্যানার্জী, কলকাতা: লঞ্চ হয়ে গেল দেশীয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা Ola-র তৃতীয় প্রজন্মের ইলেকট্রিক স্কুটার Ola Gen 3। দীর্ঘ প্রতীক্ষায় জল ঢেলে অবশেষে বাজারে পা রাখল ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজার দখলকারী সংস্থার নতুন সংস্করণ। শুরুর দিকে দেশের বাজারে দাপট জমালেও সম্প্রতি Ola-র ইলেকট্রিক স্কুটার বিক্রিতে ভাটা পড়েছে। এবার সেই সমস্যাকে মাথায় রেখেই ভারতীয় গ্রাহকদের জন্য স্বল্প দামে উন্নত প্রযুক্তির সর্বশেষ প্রজন্মের বৈদুতিক স্কুটার লঞ্চ করে ফেলল Ola। থাকছে অসাধারণ মাইলেজসহ একাধিক উন্নত বৈশিষ্ট্য।
Ola Gen 3-র বৈশিষ্ট্য
Ola তাদের পূর্বসূরী মডেলগুলি তুলনায় থার্ড জেনারেশনের মডেলে অনেক বেশি ফিচার যুক্ত করেছে। মনে করা হচ্ছে, Ola Gen 3 মডেলগুলি আগের মডেলগুলির তুলনায় অনেক বেশি কার্যকরী ও হালকা হবে। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, স্কুটারগুলির ব্যাটারি কাঠামোতে নতুন কিছু ডিজাইন যোগ করেছে সংস্থা। মোটর, ব্যাটারি এবং ইলেকট্রনিক্স প্রযুক্তি একত্রে সংযুক্ত রাখতে ইলেকট্রিক স্কুটারটির ওপর বিশেষ নজর দিয়েছে Ola।
নিরাপত্তার জন্য গাড়িগুলিতে ব্রেক বাই ওয়্যার প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সূত্র বলছে, ব্রেক প্যাড পরিধান এবং মোটর প্রতিরোধের ভারসাম্য বজায় রাখতে ব্রেক লিভারে সেন্সর যোগ করেছে সংস্থা। মূলত চালকের নিরাপত্তার কথা মাথায় রেখে, স্কুটারগুলিতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম দিয়েছে সংস্থা। Ola দাবি করেছে, Gen 3 স্কুটারে প্রসেসরের সংখ্যা কমিয়ে এনেছে তারা।
বলা বাহুল্য, সংস্থা তাদের প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের স্কুটার গুলিতে যথাক্রমে 10টি ও 8টি প্রসেসর ব্যবহার করেছিল, জানলে অবাক হবেন সদ্য লঞ্চ হওয়া স্কুটারে মাত্র 1টি প্রসেসর ব্যবহার করেছে Ola। যার জেরে গাড়িতে ইলেকট্রনিক আর্কিটেকচার আরও সরলীকৃত হয়েছে।
আরও পড়ুনঃ এবার জাপান কাঁপাবে মেড ইন ইন্ডিয়া Maruti Jimny, তবে অন্য নামে হবে লঞ্চ
সামনে আসা রিপোর্ট বলছে, বেস মডেল থেকে টপ মডেল নতুন প্রজন্মের স্কুটাগুলিতে পূর্বসূরী মডেলগুলির তুলনায় অনেক কম খরচ হয়েছে Ola-র। জানা যাচ্ছে, আগের মডেল গুলির তুলনায় Ola Gen 3 সংস্করণটি তৈরিতে 31 শতাংশ কম খরচ করে ইলেকট্রনিক্স স্কুটারটির ক্ষমতা প্রায় 53 শতাংশ বাড়িয়েছে সংস্থা।
দুর্দান্ত মাইলেজ
Ola দাবি করেছে, তাদের নতুন Gen 3 সংস্করণের উন্নত ফ্ল্যাগশিপ মডেলটি একবার ফুল চার্জে 320 কিমি রেঞ্জ দিতে সক্ষম। অন্যদিকে সংস্থার টপ ভেরিয়েন্টটি ফুল চার্জে 141 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ছুটতে পারবে বলেই জানিয়েছে ভারতের ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থাটি।
Ola Gen 3 প্ল্যাটফর্মের ইলেকট্রিক স্কুটারের দাম
বাজারে সদ্য লঞ্চ হওয়া Ola Gen 3 সিরিজের সবচেয়ে সস্তার মডেল অর্থাৎ S1 X 2kWh বেস ভেরিয়েন্টটির দাম শুরু হচ্ছে 79, 999 টাকা(এক্স-শোরুম প্রাইস) থেকে। অন্যদিকে Gen 3 প্ল্যাটফর্মের S1 Pro মডেলটির দাম 1,14,999 টাকা থেকে শুরু করে 1,34,999 টাকা পর্যন্ত। এছাড়াও Ola S1 Pro+ মডেলের দাম শুরু হচ্ছে 1,54,999(4kWh ভেরিয়েন্ট) থেকে শুরু করে 1,69,999 টাকা( 5.3kWh টপ মডেল) পর্যন্ত।
আরও পড়ুনঃ সহজেই আবেদন, একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে ১০,০০০ টাকার স্কলারশিপ, জেনে নিন পদ্ধতি
উল্লেখ্য, Ola তাদের তৃতীয় প্রজন্মের স্কুটার লঞ্চ করার পাশাপাশি সেগুলির বুকিংও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে Gen 3 সিরিজের ইলেকট্রিক স্কুটারগুলির ডেলিভারি শুরু করবে সংস্থা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |