Indiahood-nabobarsho

মাত্র ১০০০ টাকায় শিলিগুড়ি থেকে গ্যাংটক, নয়া ক্যাব পরিষেবা চালু করল রাজ্য সরকার

Published on:

siliguri sikkim cab service

শ্বেতা মিত্র, কলকাতা: সিকিম (Sikkim) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। আর ২০০০ বা ৩০০০ টাকা নয়, কাছে মাত্র ১০০০ টাকা থাকলে আপনি অনায়াসেই সিকিম ঘুরে আসতে পারেন। এমনিতে সারা বছরই পর্যটকদের ভিড়ে থিক থিক করে সিকিমের মতো সুন্দর একটি জায়গা। যারা পাহাড় ভালোবাসেন তারা সিকিম যাবেন না সেটা তো হতেই পারে না। তবে সকিম ভ্রমণ দার্জিলিং-এর থেকে বেশ খানিকটা মহার্ঘ। এখানে ঘুরতে এলে গ্যাটের কড়ি বেশ ভালই রকম খরচা হয়ে যায় পর্যটকদের। তবে আর চিন্তা নাই এবার খুব নামমাত্র খরচে আপনিও এবং আপনার পরিবার অনায়াসে সিকিম ঘুরে আসতে পারবেন। আর এর জন্য বড়সড় ঘোষণা করেছে রাজ্যের পরিবহন দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সিকিম ঘুরুন মাত্র ১০০০ টাকায়

সিকিমের পরিবহণ দফতর গ্যাংটক থেকে শিলিগুড়ির মধ্যে সংযোগ স্থাপনকারী আন্তঃনগর বিলাসবহুল ক্যাব পরিষেবা ‘সিকিম ক্যাব’ চালু করেছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য নাগরিকদের একটি নির্বিঘ্ন, আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা। পরিবহণ দফতরের জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, সিকিম ক্যাব রিজার্ভ লাক্সারি সার্ভিস যাত্রীদের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক ভ্রমণের বিকল্প নিশ্চিত করে প্রতি আসনের ভাড়া ১,০০০ টাকা।

আরও পড়ুনঃ বন্ধ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের যোগাযোগকারী সেতু, দেখে নিন বিকল্প রাস্তা

এই পরিষেবাটি পেতে যাত্রীদের সিকিম ক্যাব অ্যাপ ডাউনলোড করতে হবে এবং অনলাইনে তাদের আসন বুক করতে হবে। নামচি, পেলিং, কালিম্পং এবং দার্জিলিং সহ সিকিমের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে এই পরিষেবা প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই পদক্ষেপটি আন্তঃনগর ভ্রমণকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে, যা বাসিন্দা এবং এখানে ঘুরতে আসা পর্যটক উভয়কেই উপকৃত করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

খুশি পর্যটক থেকে শুরু করে রাজ্যবাসী

এছাড়াও, সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট (এসএনটি) বাসগুলিকেও সিকিম ক্যাব প্ল্যাটফর্মে একীভূত করা হবে, যাতে যাত্রীরা একই অ্যাপের মাধ্যমে বাসের আসন বুক করতে পারবেন।

আরও পড়ুনঃ সকাল সকাল একাধিক জেলায় জারি সতর্কতা, হবে বৃষ্টিও! আজকের আবহাওয়া

পরিবহণ কমিশনার-তথা সচিব রাজ যাদব, আইএএস, জোর দিয়ে বলেন যে, ‘এই উদ্যোগটি রাজ্যে পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।’ এক বিবৃতি অনুসারে, এই উদ্যোগটি কেবল ভ্রমণের সুবিধাই বাড়াবে না, একটি কাঠামোগত, ডিজিটাল বুকিং সিস্টেমকেও প্রচার করবে। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী থেকে শুরু করে পর্যটকরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group