Indiahood-nabobarsho

১৫ তারিখের মধ্যে সম্পত্তির হিসেব না দিলে মিলবে না DA, রাজ্যের সরকারি কর্মীদের জন্য ফরমান

Published on:

government employee Da

শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য রইল জরুরি খবর। এবার DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেতে হলে করতে হবে জরুরি কাজ। আর এর জন্য সরকারের তরফে কর্মীদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আসলে বড় খবর রয়েছে উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের জন্য। মুখ্যসচিব মনোজ কুমার সিং রাজ্য কর্মচারীদের তাদের সম্পত্তির বিশদ বিবরণ দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সময়সীমা বাড়াল সরকার

এখন সম্পদের বিবরণ জমা দেওয়া যাবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই তারিখের পরেও বিশদ সরবরাহ না করা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যসচিব নির্দেশিকা জারি করে জানান, ৩১ জানুয়ারির মধ্যে হিউম্যান রিসোর্স পোর্টালে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও ওই তারিখ পর্যন্ত ৮ লাখ ৩১ হাজার ৮৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৫ লাখ ৯৩ হাজার ৮৭৩ জন তাদের সম্পদের বিবরণ জমা দিয়েছেন। তাই আপাতত সময়সীমা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। সরকারের এহেন পদক্ষেপের ফলে সুবিধা হবে সরকারি কর্মীদের।

যদিও এই সময়সীমার মধ্যে কেউ যদি নিজের সম্পত্তির বিবরণ না দেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ডিএ হয়তো নাও মিলতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গ্ৰুপ এ ও গ্ৰুপ বি কর্মীদের জন্য বিশেষ বার্তা

গ্রুপ এ এবং বি কর্মকর্তাদের জন্য হিউম্যান রিসোর্স পোর্টালে বার্ষিক অনলাইন গোপনীয় এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মুখ্যসচিব জানান, স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও অনেক দফতরের আধিকারিকরা তাঁদের গোপন এন্ট্রি আপলোড করেননি।

আরও পড়ুনঃ DA না বাড়লেও রাজ্যের সরকারি কর্মীদের লাভ, হিসেব বুঝিয়ে দিলেন খোদ নেতা

সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব নির্ধারণের নির্দেশ দিয়েছেন তিনি। কর্মচারীদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে সকল কর্মী নির্দেশ মানবেন না তাঁদের পদোন্নতি হবে না সেইসঙ্গে ডিএ-র টাকা দেওয়া হবে কিনা সেটাও ভাবা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group