বিক্রম ব্যানার্জী, কলকাতা: সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় ঢুকে 5 বাংলাদেশিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষীদের (BSF) বিরুদ্ধে। সূত্রের খবর, শুক্রবার বিকেল সাড়ে 3টে নাগাদ বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তের কাছাকাছি ঘটনাটি ঘটে। বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, দেশের সীমানা পেরিয়ে 5 জন বাংলাদেশি নাগরিকের ওপর চড়াও হয়েছিল বিএসএফ।
এক নজরে গোটা ঘটনা
ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সংবাদ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, শুক্রবার বিকেলে ভারতের 138 নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের রক্ষীরা আচমকা গোড়কমন্ডল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এই ঘটনার পরই নাকি ভারতীয় সেনা রক্ষীদের আটকাতে যান বাংলাদেশের বেশ কয়েকজন সেনা জওয়ান ও স্থানীয় জনগণ।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেওয়ায় নাকি 5 বাংলাদেশিকে বেধড়ক মারধর করে বিএসএফ সদস্যরা। সূত্র বলছে, মূলত স্থানীয়দের সাথে বচসার জেরেই বড় পদক্ষেপ নিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষীরা। ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে খবর, বিএসএফের হাতে বাংলাদেশিরা অত্যাচারিত হচ্ছেন জেনে পরে গ্রামবাসীরা একজোট হয়ে বিএসএফ জওয়ানদের ধাওয়া করে।
জানা গিয়েছে, বাংলাদেশের স্থানীয় জনতার ধাওয়া খেয়ে কোনও মতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসেন বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা। তবে ভারতীয় সীমান্ত রক্ষীরা পালিয়ে এলেও বিএসএফের হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হয়েছেন 5 বাংলাদেশি। জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চিকিৎসা চলে তাদের।
আহতদের তালিকা দিয়েছে বিজিবি
শুক্রবার বিএসএফ জওয়ানদের বেধড়ক মারধরের পর গুরুতর আহত হয় 5 বাংলাদেশি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষীদের হাতে আহত হওয়া 5 বাংলাদেশির নাম সহ তালিকা প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সেই 5 আহতের মধ্যে রয়েছেন, শামসুল, তাজুল ইসলাম, কাশেম আলি, জাবেদ আলি এবং রিপন। জানা যায়, তারা প্রত্যেকেই সীমান্তবর্তী কৃষ্ণনন্দ বকসী গ্রামের বাসিন্দা।
অবশ্যই পড়ুন: মাত্র ৬০০ টাকায় ৩ ঘণ্টায় কলকাতা থেকে চেন্নাই! ট্রেন বা বিমান নয়, নয়া আবিষ্কার IIT-র
প্রসঙ্গত, গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশের 15 বিজিবি ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল শাহ মহম্মদ শাকিল আলম জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশের গোড়কমন্ডল সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে 5 বাংলাদেশিকে নির্মম ভাবে মেরেছে। এই ঘটনা সত্যি গ্রহণযোগ্য নয়। আমরা এই বিষয়টির তদন্ত করছি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |