লিগ শিল্ড জয়ের স্বপ্ন অধরা থাকবে? মোহনবাগানকে ফ্যসাদে ফেলতে চলেছে ওড়িশা

Published on:

Odisha FC looks set to beat Mohun Bagan on Sunday

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাগানের উৎসব পণ্ড করতে চান ওড়িশার(Odisha FC) কোচ সের্জিও লোবেরা! চলতি ISL মরসুমে লিগ টেবিলের মগডালে থাকা সবুজ মেরুনের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে রবিবার যুবভারতীর মাঠ দখল করবে ওড়িশা এফসি-র ছেলেরা। সূত্র বলছে, লিগ শিল্ড জয়ের একেবারে দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছে মোহনবাগান। কাজেই আজকের ম্যাচে যদি ওড়িশার পরাজয়ের কারণ হওয়া যায় সেক্ষেত্রে 3 পয়েন্ট ঘরে তুলে শিল্ড হাতের মুঠোয় নেবে বাগান। তবে কোচ হোসে মোলিনা চাইছেন, দলের ছেলেদের যেন আত্ম সন্তুষ্টি না আসে। আর সেই লক্ষ্য মাথায় রেখেই শিল্ড জয়ের দিকে বিচক্ষণতার সাথে পা বাড়াচ্ছে সবুজ মেরুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রয়োজনীয় 3 পয়েন্ট নিয়ে মোলিনার বক্তব্য

ঘরের মাঠ যুবভারতীতে রবিবারের ম্যাচটা আবশ্যিক। তবে তার আগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে মাঠ দখলের প্রাক্কালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাগান কোচ মোলিনা জানান, কমবেশি সকলেই জানেন এই ম্যাচটার গুরুত্ব কতটা! আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচও জিততে হবে আমাদের। দলের জন্য এখন 3 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য ম্যাচের থেকে বাড়তি চিন্তা কিছুই নেই। বাকি ম্যাচগুলিতে যা করেছি, এই ম্যাচেও তাই করব।

দলের আত্মবিশ্বাস নিয়ে আপনি কিছু বলতে চান? এমন প্রশ্নের উত্তরে বাগান কোচের সংযোজন, বাড়তি আত্মবিশ্বাস বা গা ছাড়া মনোভাব কোনও কিছু নিয়েই এখন ভাবছি না। বর্তমানে এসবের কোনও জায়গায় নেই দলে। আমাদের কাছে এখন শিল্ড জেতাটাই সবচেয়ে বড়। তাই শিল্ড জিততে 90 মিনিটের খেলায় মনোযোগ দিতে হবে। শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। এখন রিল্যাক্স করার কোনও জায়গা নেই। আমরা তখনই শান্ত হব যখন শিল্ড আমাদের হাতে উঠবে। তবে আত্মবিশ্বাস থাকবেই। কিন্তু মনে রাখতে হবে, তা যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়ে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন চলতি ISL-এ সাফল্যের মগডালে মোহনবাগান?

ওড়িশার ছেলেদের বিরুদ্ধে মাঠে নামার আগে শনিবার সাংবাদিক বৈঠকে মোলিনাকে প্রশ্ন করা হয়, তাঁর দল মোহনবাগান চলতি ইন্ডিয়ান সুপার লিগে এত সফল কীভাবে? এ প্রসঙ্গে সবুজ মেরুন কোচের সহজ উত্তর, মোলিনা বলেন, মরসুমের একেবারে গোড়া থেকে আমরা পরিশ্রম করে আসছি। শুধুমাত্র খেলোয়াড়রাই নয়, ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ মালিক, ম্যানেজমেন্ট, দলের স্টাফ এমনকি সমর্থকরাও দলের জন্য আপ্রাণ প্রার্থনা করে এসেছেন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। প্রতিটা ম্যাচেই খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। রবিবারের ম্যাচেও সেই চেষ্টাটাই বহাল থাকবে। কোচের মতে, মূলত খেলোয়াড়দের পরিশ্রম ও একাগ্রতা এবং দলের বাকিদের ঐক্যবদ্ধভাবে সহযোগিতার জেরেই সফল হয়েছে মোহনবাগান।

বাগানকে 3 পয়েন্ট পেতে দেবে না ওড়িশা!

রবিবারের ম্যাচের আগে ওড়িশা এফসির বুদ্ধিধর কোচ সের্জিও লোবেরা জানিয়েছেন, বাগান খেলোয়াড়দের পরাস্ত করে রবিবার প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চান তিনি। লোবেরা চাইছেন, বাগানের কাছ থেকে 3 পয়েন্ট ছিনিয়ে শিল্ড জয়ের রাস্তাটা পাকা করতে। তাঁর আরও সংযোজন, আমরা চাই মোহনবাগান তাদের শিল্ড জয়ের উৎসবটা তাদের ম্যাচের পর না করে তার পরের ম্যাচে করুক। হ্যাঁ, ওড়িশা কোচের বক্তব্য, সাধারণত শক্তিশালী দলের খেলোয়াড় ও কোচেরা হাই ভোল্টেজ ম্যাচ খেলতেই বেশি পছন্দ করেন। তাই বাগানের রবিবারের প্রতিপক্ষ দল ওড়িশা
কোচের আবেদন, বাগান যেন তাদের শিল্ড জয়ের উৎসবটা আপাতত স্থগিত রাখে।

অবশ্যই পড়ুন: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সময়? জানুন আজ দুবাইতে কখন শুরু হবে মহারণ

ওড়িশা এফসি-র নারী নক্ষত্র জানেন মোলিনা?

রবিবারের প্রতিপক্ষ কতটা শক্তিশালী সে বিষয়ে মোহনবাগানের স্প্যানিশ কোচের অভিজ্ঞতা যথেষ্ট চওড়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোলিনা জানিয়েছিলেন, ওড়িশা কতটা ভাল দল তা আমি জানি। ওরা কোন ফর্মুলায় খেলে তাও আমার জানা আছে। এমনকি, ভিন রাজ্যের ছেলেদের আক্রমণ, রক্ষণভাগ ও ডিফেন্সিভ ফ্যাক্টরগুলি সম্পর্কেও মোলিনা অবগত। বাগান কোচের বক্তব্য, ওদের ফরমেশন একই রকম। তবে রবিবার চমক দেখাতে পারে ওড়িশা। আর সেই পরিস্থিতির মুখোমুখি হতেই মুখিয়ে রয়েছে বাগান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group