শ্বেতা মিত্র, কলকাতা: মূল্যবৃদ্ধির মারে জেরবার সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। হু হু কড়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আর যায় কিনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠে যাচ্ছে সকলের। এদিকে এরপর গোদের ওপর বিষফোঁড়া হল তেলের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। মূল্যবৃদ্ধির মাঝে দাম বাড়ল ভোজ্যতেলের। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
দাম বাড়ছে ভোজ্যতেলের!
শনিবার দেশের তৈলবীজ বাজারে সকল তৈলবীজের দাম শক্তিশালী অবস্থায় বন্ধ হয়েছে । বাজার সূত্রে খবর, আসন্ন উৎসবগুলিকে সামনে রেখে ভোজ্যতেলের চাহিদা বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি হ্রাসের কারণে, সরকারকে এখনই আমদানির ঘাটতি কীভাবে পূরণ করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে। এই ঘাটতি পূরণের জন্য সর্ষের তেল যথেষ্ট হবে না। অন্যদিকে, তুলা বীজের প্রাপ্যতা কম এবং কৃষকদের কাছে মাত্র প্রায় ২০ শতাংশ তুলা বীজ অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, পামোলিনের দাম আকাশছোঁয়া, তাই এর আমদানিও কমছে।
সর্ষের এমএসপি প্রতি কুইন্টাল ৫,৬৫০ টাকা
এক বাজার বিশেষজ্ঞ জানাচ্ছেন, সর্ষের তেলের বর্তমান ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) প্রতি কুইন্টাল ৫,৬৫০ টাকা এবং ২৮ মার্চ থেকে সর্ষে কেনা শুরু হবে প্রতি কুইন্টাল ৫,৯৫০ টাকার নতুন এমএসপিতে। অতএব, কৃষকরা তাদের কাছে যা কিছু আছে তা আটকে রাখছেন যাতে তারা নতুন ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা পেতে পারেন।
সূত্রের খবর, পশ্চিম ভারতের কিছু জায়গায় ভেজাল তুলার বীজের পিঠার অভিযোগের পর সরকার এই অভিযান চালায়। তেল-তৈলবীজ বাজারের ব্যবসায়িক মনোভাব যাতে প্রভাবিত না হয়, সেদিকে সরকারকে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখন বাজারে তুলার আগমন অনেক কমে গেছে এবং পরবর্তী ফসল অক্টোবরে আসবে।
আরও পড়ুনঃ লিগ শিল্ড জয়ের স্বপ্ন অধরা থাকবে? মোহনবাগানকে ফ্যসাদে ফেলতে চলেছে ওড়িশা
এক নজরে দেখে নিন বিভিন্ন তেলের দাম
১) সর্ষের তৈলবীজ – প্রতি কুইন্টাল ৬,৩০০-৬,৪০০ টাকা।
২) চিনাবাদাম – প্রতি কুইন্টাল ৫,৬৫০-৫,৯৭৫ টাকা।
৩) চিনাবাদাম তেল মিল ডেলিভারি (গুজরাট) – প্রতি কুইন্টাল ১৪,৪০০ টাকা।
৪) চিনাবাদাম পরিশোধিত তেল – প্রতি টিনের দাম ২,২১০-২,৫১০ টাকা।
৫) সর্ষের অপরিশোধিত তেল – প্রতি টিনের দাম ২,৩৬৫-২,৪৯০ টাকা।
৬)তিল- প্রতি কুইন্টাল ১৮,৯০০-২১,০০০ টাকা।
৭) দিল্লিতে সয়াবিন তেল মিল ডেলিভারি – প্রতি কুইন্টাল ১৪,৩৫০ টাকা।
৮) ইন্দোরে সয়াবিন মিল ডেলিভারি – প্রতি কুইন্টাল ১৩,৯৫০ টাকা।
৯) সয়াবিন তেল ডেগাম, কান্দলা – প্রতি কুইন্টাল ১০,২৫০ টাকা।
১০) সিপিও এক্স-কান্ডলা – প্রতি কুইন্টাল ১৩,৪০০ টাকা।
১১) তুলা বীজ মিল ডেলিভারি (হরিয়ানা) – প্রতি কুইন্টাল ১৩,৪০০ টাকা।
১২) পামোলিন আরবিডি, দিল্লি – প্রতি কুইন্টাল ১৪,৯৫০ টাকা।
১৩) কান্দলা থেকে পামোলিন – প্রতি কুইন্টাল ১৩,৮৫০ টাকা (জিএসটি ছাড়া)।
১৪) সয়াবিন শস্য – প্রতি কুইন্টাল ৪,২৮০-৪,৩৩০ টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |