এই ফর্মুলায় এত টাকা বাড়বে বেতন, অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট

Published on:

8th Pay Commission

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: অবশেষে বহু অপেক্ষার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুদিন আসতে চলেছে। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) চালু হওয়া নিয়ে ঘোষণা করে দিয়েছেন। এমনকি কেন্দ্রীয় সরকার সেই কমিশনে অনুমোদন দিয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এই কমিশন কার্যকর হওয়ার কথা। তবে, এর গঠনের সঠিক সময়সীমা এখনও প্রকাশ করা হয়নি। আর এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে বারবার প্রশ্ন জাগছে যে কীভাবে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে এবং বেতন কীভাবে নির্ধারণ করা হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে থেকে শুরু হবে অষ্টম বেতন কমিশন?

অনেক অর্থনীতিবিদদের মতে, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, পেনশন ও ভাতা পুনর্মূল্যায়ন করতে সরকার প্রতি দশকে একটি নতুন বেতন কমিশন গঠন করে। আর এই নয়া বেতন কমিশন গঠন অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য আর্থিক দিক বিবেচনা করে নির্মাণ করা হয়। পুরোনো রেকর্ড ঘটল দেখা যাবে যে ১৯৯৪ সালে এপ্রিল অনুমোদিত ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলেও তা কার্যকর হয় ১৯৯৪ সালে জুন মাসে অর্থাৎ মাত্র দুই মাসের মধ্যে। আবার ষষ্ঠ বেতন কমিশন ২০০৬ সালে জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল কিন্তু কার্যকর হয় ২০০৬ সালের অক্টোবর থেকে এক্ষেত্রে প্রায় তিন মাস সময় নিয়েছিল।

আবার সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ২০১৩ তে ২৫ সেপ্টেম্বর ঘোষণা করলেও তা কার্যকর হয় ২৮ ফেব্রুয়ারি, ২০১৪-তে। প্রায় পাঁচ মাসের ব্যবধান ছিল সেই সময়। তাই সেক্ষেত্রে অষ্টম বেতন কমিশন কোন নির্দিষ্ট সময় থেকে শুরু হবে তা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও উঠছে প্রশ্ন। বরাবর কর্মীদের বেতন ফিটমেন্ট ফ্যাক্টর এর ওপর নির্ভর করে। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরটি ছিল ২.৫৭, যে কারণে প্রাথমিক কর্মচারীদের মূল বেতন ৭০০০ টাকা থেকে ১৮০০০ টাকা বেড়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কতটা বাড়বে বেতন?

সেক্ষেত্রে একই সময়ে, মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং পরিবহণ ভাতা যোগ করার পরে, মোট বেতন ছিল ৩৬০২০ টাকা। কিন্তু, যদি অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৮৬ হয়, তাহলে প্রাথমিক কর্মীদের মূল বেতন ১৮০০০ টাকা থেকে বেড়ে ৫১৪৮০ টাকা হতে পারে। শুধু তাই নয়, উচ্চতর বেতন গ্রেডের কর্মচারীরা উচ্চতর বেতন পাবেন। যা কেন্দ্রীয় কর্মীদের কাছে অনেকটাই। তাই ২০২৬ সালে কার্যকর করা এই কমিশনের সঙ্গে, সরকার কখন আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করবে, তার দিকে এখন সকলের নজর রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group