ম্যাচ শেষের আগেই কিউইদের কাছে হারলো ভারত!

Published on:

Team India lost the match against New Zealand before it was over

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার নিয়ম রক্ষার লড়াইয়ে নিউজিল্যান্ডকে (New Zealand) টেক্কা দিতে নেমেছে রোহিত শর্মার ভারত। গ্রুপ শীর্ষে টিকে থাকার মহারণে এদিন দলে এসেছেন 4 স্পিনার। তবে ম্যাচ শুরুর আগেই ফের লজ্জার পরাজয়ে নাম জড়িয়েছে রোহিতদের। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রিজয়ানদের ম্যাচের পর টানা 12 বার কয়েনের ভাগ্য পরীক্ষায় ব্যর্থ হয়েছিল ভারত। আজ কিউইদের বিপক্ষে টস হারতেই সংখ্যাটা 13 হয়ে দাঁড়াল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিউইদের বিপক্ষে ম্যাচ শেষের আগেই হারলো ভারত?

রবিবার নির্ধারিত সময়ে দুবাইয়ের মাঠে গড়িয়েছে নিউজিল্যান্ড বনাম ভারতের দায়িত্ব রক্ষার ম্যাচ। তবে 22 গজের লড়াই শুরু হওয়ার আগেই এদিন কয়েনের লড়াইয়ে পরাস্ত হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর দুটোতে টস প্রক্রিয়া শুরু হতেই কয়েন ভাগ্য ফেরে নিউজিল্যান্ডের দিকে। আর তেতেই একটানা 13 বার ওয়ানডে টসে, পরাস্ত হলো মেন ইন ব্লু।

চলতি মরসুম প্রথমবার প্রথমে ব্যাট করছে ভারত

ফের টস হেরেছেন রোহিত। তাই ব্যাট অথবা বল চয়নের সিদ্ধান্ত গিয়ে পড়েছে নিউজিল্যান্ডের কাঁধে। সেই মতো, রবিবার চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে একটানা তৃতীয়বার টসে পরাজিত হওয়ার পর কিউইদের সিদ্ধান্তে প্রথমবারের জন্য অগত্যা ব্যাট করতে নেমেছে ভারতীয় দল। হ্যাঁ, প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তাই চলতি মরসুমে প্রথমবার ব্যাট করতে হচ্ছে ভারতীয়দের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগেই নেদারল্যান্ডসকে ছাপিয়ে গিয়েছে ভারত

পরাজয়টা শুরু হয়েছিল 2011 সাল থেকে, চলেছিল 2023 সাল পর্যন্ত একটানা। আর সেই কারণে একদিনের ক্রিকেট ইতিহাসে ধারাবাহিক টস পরাজয়ের কারণে বিরাট লজ্জার রেকর্ড করে ফেলেছিল নেদারল্যান্ডস। তবে সেই কালিমালিপ্ত রেকর্ড এখন রোহিত শর্মার টিম ইন্ডিয়ার দখলে। গত 23 ফেব্রুয়ারি, রবিবার মরু দেশে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ শুরুর আগে টানা 11 বার টস হেরে লজ্জার রেকর্ডের শীর্ষে ছিল নেদারল্যান্ডস।

তবে রিজওয়ান অ্যান্ড কোম্পানির কাছে শর্মার টস পরাজয়ের পরই 12 বারের হারে নেদারল্যান্ডসকেও ছাপিয়ে গেছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত, রবিবারের ম্যাচ নিজের লজ্জার রেকর্ড নিজেই ভাঙলেন রোহিত। ওয়ানডেতে টানা 13 বার টস হেরে কিউইদের ম্যাচের আগেই ভারতীয় সমর্থকদের দুঃখ বাড়িয়েছেন ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা!

অবশ্যই পড়ুন: এই মরসুমেই মিটবে প্রতিশোধ! কোন অঙ্কে ফাইনাল খেলবে ভারত, অস্ট্রেলিয়া?

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group