শুরুতেই বেতন ৭০ হাজার, NTPC-তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে

Published on:

NTPC Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য আবারও দারুন সুখবর। সম্প্রতি ভারতের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা NTPC লিমিটেড প্রচুর শূন্যপদে এক্সিকিউটিভ নিয়োগের (NTPC Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন, পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদে আবেদন করা যাবে। এমনকি এখানে ছেলে-মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, আবেদন করবেন কীভাবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | NTPC Recruitment 2025 |

NTPC লিমিটেডের তরফ থেকে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে এক্সিকিউটিভ পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৮০টি। তবে Executive (Finance CA/CMA – Inter) বিভাগে ৫০টি, Executive (Finance CA/CMA – B) বিভাগে ২০টি এবং Executive (Finance CA/CMA – A) বিভাগে ১০টি শূন্যপদ রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেহেতু এক্সিকিউটিভ পদে তিনটি বিভাগে নিয়োগ করা হচ্ছে। তাই প্রতিটি বিভাগের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন Executive (Finance CA/CMA – Inter) পদে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA/CMA (Intermediate) ডিগ্রী লাগবে, Executive (Finance CA/CMA – B) পদে আবেদন করার জন্য CA/CMA ডিগ্রী লাগবে এবং Executive (Finance CA/CMA – A) পদে আবেদন করার জন্য CA/CMA ডিগ্রী এবং ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।

বয়স সীমা কত প্রয়োজন?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, Executive (Finance CA/CMA – Inter) পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩০ বছর, Executive (Finance CA/CMA – B) পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৩৫ বছর ও Executive (Finance CA/CMA – A) পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে ৪০ বছর।

বেতন কত দেওয়া হবে?

আগেই বলা হয়েছে এখানে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, Executive (Finance CA/CMA – Inter) পদে মাসিক বেতন ৭১,০০০/- টাকা, Executive (Finance CA/CMA – B) পদে মাসিক বেতন ৯০,০০০/- টাকা এবং Executive (Finance CA/CMA – A) পদে মাসিক বেতন ১,২৫,০০০/- টাকা। 

আবেদন কীভাবে করবেন?

যারা এই পদে পদে আবেদন করতে চান তারা NTPC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্যে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, সাধারণ, OBC এবং EWS প্রার্থীদেরকে ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন শুরু হচ্ছে ৫ই মার্চ, ২০২৫ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৯শে মার্চ, ২০২৫। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সের নেওয়াই ভালো।

নিয়োগ কীভাবে করা হবে?

বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে, প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই, লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আরও পড়ুনঃ নবান্নর নির্দেশে লটারি লাগল সিভিকদের, কয়েকশ হোম গার্ডের নিয়োগ কলকাতা পুলিশের

অফিসিয়াল ওয়েবসাইট- NTPC Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি- NTPC Official Notification

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group