প্রীতি পোদ্দার, কলকাতা: এর আগে কালীঘাট মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত আদিগঙ্গা (Adi Ganga)। গঙ্গার মতোই আদিগঙ্গার জলকে ‘পবিত্র’ মনে করত স্থানীয়রা। ফলস্বরূপ আদিগঙ্গার জল দিয়েই মন্দিরে পুজো হতো। কালীঘাট মন্দির চত্বরেই রয়েছে পবিত্র কুণ্ড পুকুর। আদিগঙ্গার জল সরাসরি সেখানে প্রবেশ করত। কিন্তু বর্তমানে সেই জল চরম দূষিত হয়েছে। সেখানে স্নান করা তো দূরের কথা, জলে পা ডোবাতেও সঙ্কোচ বোধ করেন তারা। তাই সেখানেই এবার কোটি কোটি টাকা খরচ করে ঘাট সংস্কারের পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। আর এই আবহেই আদিগঙ্গার পাড় থেকে অবৈধ দখলদারদের সরিয়ে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা।
৭২ টি ফ্ল্যাটে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা
সম্প্রতি কলকাতা পুরনিগমের মেয়র পারিষদদের একটি বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। এবং অবশেষে সেই বৈঠকে আদিগঙ্গার পাড়ে বসবাসকারী দখলদারদের উচ্ছেদ করার পরিবর্তে তাঁদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ দিন ধরে এই এলাকায় বসবাসকারী মানুষদের উচ্ছেদের পরিবর্তে তাঁদের জন্য নতুন আবাসন গড়ে তোলার আলোচনা করা হচ্ছিল। বিশেষ সূত্রে জন্য গিয়েছে কালীঘাট ও খিদিরপুর এই দুই এলাকায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় নির্মিত হবে চারতলা আবাসন, যেখানে থাকবে মোট ৭২টি ফ্ল্যাট। এর ফলে আশা করা যাচ্ছে বহু পরিবার স্থায়ী ঠিকানা পাবে।
অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প অনুযায়ী কালীঘাটের টালিনালার পাড়ে শশীশেখর বোস রোডের বাসিন্দাদের জন্য তৈরি হবে একটি চারতলা আবাসন। যেখানে থাকবে আটটি ফ্ল্যাট। অন্য দিকে, খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারের সামনে একটি চারটি চারতলা আবাসন নির্মাণ করা হবে, যেখানে থাকবে ৬৪টি ফ্ল্যাট। এই ব্যাপারে পুরসভার এক আধিকারিক এর তরফে জানা গিয়েছে, উচ্ছেদে বিশ্বাসী নয় কলকাতা পুরসভা। তাই মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ করা হয়েছে, যাতে দীর্ঘ দিন ধরে থাকা পরিবারগুলির বসবাসের অধিকার নিশ্চিত করতে পারে।
দূষণমুক্ত হবে টালিনালার জল
এছাড়াও পুনর্বাসনের পাশাপাশি আদিগঙ্গার সৌন্দর্যায়নের উপরেও জোর দেওয়া হচ্ছে। আগে বিভিন্ন এলাকা থেকে আসা দূষিত ও আবর্জনাপূর্ণ জল টালিনালায় এসে পড়ত। তাই এবার টালিনালার জল সম্পূর্ণ দূষণমুক্ত করতে ৭৮টি নালার মুখ বন্ধ করে তা নিকাশি পাম্পিং স্টেশন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এছাড়াও বাসিন্দাদের ব্যক্তিগত আবর্জনা ও জঞ্জাল যাতে টালিনালার জ্বলে কেন না পরে তার জন্য টালিনালার পাড় বরাবর উঁচু লোহার জাল লাগানো হবে। এছাড়াও মাঝে যে সেতুগুলি থাকবে, সেগুলিকেও একইভাবে লোহার জালের ঘেরাটোপে আটকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি গাছ বসানো হবে, বাচ্চাদের জন্য খেলার পার্কও তৈরি করা হবে। এবং ভূমিক্ষয় রোধ করতে আদিগঙ্গার পাড়ের ঢালে বিশেষ ধরনের ঘাস লাগানো হবে।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে ৩৬২৩ শূন্যপদে কর্মী নিয়োগ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |