প্রীতি পোদ্দার, ঢাকা: গত বছর আগস্ট মাসে বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর কুর্শি থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। আর তারপর থেকেই ওপার বাংলায় শুরু হয় অরাজকতা। ইউনূস সরকার ক্ষমতা দখল করলেও বিশৃঙ্খলা কিছুতেই থামছে না। জিনিসপত্রের দাম যেমন অত্যাধিক হারে বাড়ছে ঠিক তেমনই সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের ঘটনা। আর এবার সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী (Sheikh Hasina)।
ভয়ংকর পরিস্থিতি ঢাকায়
গত বৃহস্পতিবার বাংলাদেশের মাগুরায় ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশে। এমনকি এর আগেও গতমাসে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসেও দুই সংখ্যালঘু হিন্দু নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রীতিমত ভয়ংকর পরিস্থিতি ওপার বাংলায়। এমনকি দিনে দুপুরে ঢাকার রাজপথে চলছে ছিনতাই, ডাকাতির ঘটনা। চারিদিকে এই চরম বিশৃঙ্খলার আবহে রীতিমত প্রশ্নের মুখে ইউনূস সরকার। আর এবার সেই প্রসঙ্গকেই ঊর্ধ্বে রেখে কাঁটা গায়ে নুনের ছিটে দিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কী বলছেন শেখ হাসিনা?
গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে শেখ হাসিনার প্রায় ৯ মিনিটের এক অডিওবার্তা সমাজমাধ্যমে পোস্ট করে আওয়ামী লীগ। যেই অডিওবার্তায় স্পষ্ট শোনা গিয়েছে শেখ হাসিনার গলার স্বর। তিনি বলেন “মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছিলেন আমাকে বিদায় নেবার জন্য। আমি বিদায় নেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা হয়েছে দেখুন। মেয়েদের আজ দেশে কোনও সম্মান নেই। মেয়েরা কী পোশাক পড়বে, বাড়ি থেকে বেরোবে কি বেরোবে না, তাও এখন স্থির করে দিচ্ছে মৌলবাদীরা।”
আরও পড়ুনঃ IPL শুরুর দু’সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI
এমনকি সরাসরি মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ ইউনূস সরকার প্রথমে নারী ক্ষমতায়ন এবং দারিদ্র মোচনের কথা বলছেন। কিন্তু সেই প্রতিশ্রুতি কি আদেও পূরণ হচ্ছে? আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। কঠোর সাজার বন্দোবস্ত করেছিলাম কিন্তু আজ সবই বিলুপ্তির পথে।” রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে গড়ে ১২টি করে ধর্ষণের মামলা রুজু হয়েছে। এই পরিস্থিতিতে নারী দিবসের ঠিক পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করাকে বিশেষজ্ঞরা মনে করছেন যে এটাই হয়ত শেখ হাসিনার রাজনৈতিক পথে ফিরে আসার নয়া ইঙ্গিত।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |