বিক্রি হবে LIC ও কেন্দ্রের কাছে ৬১% স্টেক থাকা এই বড় ব্যাঙ্ক!

Published on:

IDBI Bank Disinvestment

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাঙ্কের প্রাইভেটাইজেশন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে চলেছে বিরোধী দল। এমনকি কেন্দ্রীয় সরকার আয় বৃদ্ধির লক্ষ্যে একাধিক রাষ্ট্রীয় সম্পত্তিকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিচ্ছে বলে বারেবারেই নিশানা করেছে বিরোধীরা। গত বছরের শেষের দিকেও নাকি মোদি সরকার দেশের চারটি ব্যাঙ্কের অংশীদারিত্ব বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এমনই তথ্য দাবি করেছিল জনপ্রিয় সংবাদসংস্থা রয়টার্স। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এই আবহে ফের একবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টেক বিক্রি করতে চলেছে সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই ব্যাঙ্কের স্টেক বিক্রির পথে সরকার

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এবং LIC বা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একত্রে IDBI ব্যাঙ্কের ৬১ শতাংশ স্টেক বিক্রি করে দিতে চলেছে। চলতি মাসের মধ্যেই নাকি IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণের (IDBI Bank Disinvestment) মধ্যে শেয়ার ক্রয়ের চুক্তি চূড়ান্ত করতে চলেছে কেন্দ্র সরকার। আর এই ব্যাপারটি প্রকাশ্যে এনেছে ব্যাঙ্কের তরফ থেকে এক প্রবীণ আধিকারিক। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ২০২৬ অর্থবর্ষের প্রথমার্ধেই ব্যাঙ্ক বেসরকারিকরণের কাজ শেষ হয়ে যাবে। IDBI ব্যাঙ্কের ক্ষেত্রে LIC র ৩০.২৪ শতাংশ এবং কেন্দ্রের ৩০.৪৮ শতাংশ স্টেক বিক্রি করা হবে।

এদিকে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ ও জন-সম্পদ পরিচালনা দফতরের সচিব অরুণিশ চাওলা এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আসলে এই ব্যাঙ্ক বেসরকারিকরণের মাধ্যমে কেন্দ্র সরকারের উদ্দেশ্য রয়েছে বাজার থেকে ৪৭ হাজার কোটি টাকা সংগ্রহ করার। কিন্তু IDBI ব্যাঙ্কের জন্য কোনও বিশেষ অ্যালোকেশন রাখা হয়নি। এছাড়াও অরুণিশ চাওলা আরও জানিয়েছেন যে IDBI ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া সঠিক পথেই চলছে। এখনও চূড়ান্ত সময় নিয়ে কোনো কিছু নির্ধারণ করা হয়নি। তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিকল্পনামাফিক এই কাজ চলছে নিয়ম মেনে। একনজরে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্কে কত শতাংশ অংশীদারিত্ব আছে সরকারের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন ব্যাঙ্কে কত শতাংশ অংশীদারিত্ব?

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৭৯.৬ শতাংশ শেয়ার হোল্ডিং ছিল, পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কে ৯৮.২৫ শতাংশ শেয়ার রয়েছে। পাশাপাশি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৯৬.৩৮ শতাংশ, ইউকো ব্যাঙ্কে ৯৫.৩৯ শতাংশ, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৯৩.০৮ শতাংশ স্টেক রয়েছে। সবমিলিয়ে বর্তমানে এই ৫ সরকারি ব্যাঙ্কে সরকারের অতিরিক্ত অংশীদারিত্ব রয়েছে ৫০ হাজার কোটি টাকা। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ব্যাঙ্কগুলিরও স্টেক বিক্রির পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ গ্রামোন্নয়নে ৪৪ হাজার কোটি বাজেটে ছাড়পত্র

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group