বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে চাপের মাঝে আচমকা অধিনায়ক বদলে ফেলে KKR! হ্যাঁ! রাহানে নন, দীর্ঘ খরা কাটিয়ে গতকাল কলকাতা নাইট রাইডার্সকে জয়ে ফিরিয়েছেন সুনীল নারিন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জয়ের গন্ধ পেতেই আচমকা বদলে যায় নাইটদের সেনাপতি! রাহানের বিকল্প হিসেবে ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনকে দায়িত্ব দিতেই দক্ষ হাতে দিল্লিকে মাঠছাড়া করেন তিনি। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী ম্যাচগুলিতেও নারিনকেই অধিনায়কের দায়িত্ব দেবে কলকাতা?
নারিনের নেতৃত্বেই জয় পেল KKR
কলকাতার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে একেবারে রুদ্র রূপ ধরেছিলেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল ও ফ্যাফ ডুপ্লেসি। আর ঠিক সেই সময়েই আচমকা চোট পান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। অভিজ্ঞ রাহানে মাঠ ছাড়তেই অধিনায়কের দায়িত্ব গিয়ে পড়ে পুরনো সঙ্গী সুনীল নারিনের ওপর। আর এরপরই বিচক্ষণতার সাথে দিল্লিকে পাল্টা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ধুরন্ধর।
এদিন রাহানের বিকল্প হিসেবে অধিনায়কের দায়িত্ব পেতেই ম্যাচের চেহারা বদলে দেন নারিন। এক ঝটকায়, কলকাতার ভয়ের কারণ 3 ক্রিকেটার ডুপ্লেসি, অক্ষর এবং স্টাবসের উইকেট তুলে নেন এই নাইট তরিকা। সেই সাথে আক্রমণাত্মক অধিনায়কত্ব দেখিয়ে দিল্লির কোমর ভেঙে দিয়েছিলেন সুনীল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা সহাস্যে স্বীকার করে নিয়েছেন প্রধান সেনাপতি অজিঙ্কা।
অবশ্যই পড়ুন: KKR-কে জিতিয়েছেন এই ৩ তারকা! আগে থেকেই ছিল ছক, ফাঁস করলেন রাহানে
নেতৃত্ব হারাচ্ছেন রাহানে?
গতকাল ম্যাচ চলাকালীন আচমকা চোট পাওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল রাহানেকে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, কেমন আছেন রাহানে? তাঁর চোট কতটা গুরুতর? সম্প্রীতি নাইট তারকা অনুকূল রয় জানিয়েছেন, অধিনায়ক রাহানের চোট খুব একটা গুরুতর নয়। খুব শীঘ্রই ফিট হয়ে মাঠে ফিরবেন তিনি। তবে অজিঙ্কার চোটের কারণে নারিন যে খেলা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য।
আর সে কারণেই আগামী ম্যাচগুলিতে তাঁকে বিকল্প অধিনায়ক হিসেবে ধরে রাখার দাবি উঠছে। কেননা, দিল্লির বিরুদ্ধে জিতেও প্লে অফের সমীকরণ কঠিন হয়েই থেকে গিয়েছে কলকাতার। এ যাত্রায় সম্মান রক্ষা করতে হলে আগামী 4 ম্যাচেই ভাল ছন্দে থাকতে হবে। কাজেই দলের স্বার্থ রক্ষায় রাহানের বিকল্প হিসেবে আসন্ন দু-একটা ম্যাচ নারিনকে অধিনায়কের আসনেই রাখতে পারে KKR।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |