Indiahood-nabobarsho

আজও রেহাই নেই, বিকেলে ৫০ কিমির ঝড় সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আবহাওয়া খবর

Updated on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ফেব্রুয়ারির শেষ এবং মার্চের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে ক্রমশ বেড়েই চলছিল গরম (Weather Update)। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়েছে যে বৈশাখের আগে তাপপ্রবাহ শুরু হয়েছে রাজ্য জুড়ে। আবহাওয়ার মান চড়চড়িয়ে বাড়ছিল। যদিও আগেই হাওয়া অফিস বলেছিল মার্চে রেকর্ড গরম পড়বে। তবে গরম নিয়ে যে আশঙ্কা বাড়তে শুরু করেছিল রাজ্যে, এপ্রিলের শেষ দুই সপ্তাহে অনেকটাই কমতে শুরু করেছে। আর তার অন্যতম কারণ হল ঝড় বৃষ্টির দাপট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পশ্চিমের জেলা থেকে শুরু করে শহর কলকাতা সহ সমস্ত জেলা, গরমে একেবারে নাজেহাল হতে পড়েছিল। কিন্তু গত কয়েকদিনে ঝড়-বৃ্ষ্টির ফলে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত গোটা রাজ্যে এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ মে মাসের শুরুতেও অব্যাহত থাকবে ঝড়বৃষ্টি। টানা ঝড়বৃষ্টিতে মে মাসের শুরুতেও স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে নেমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে।সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। তবে আজ সকালে শহরের আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু তার পরেও আজ সারাদিনের আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক থাকবে বলেই জানা গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ সব চেয়ে বেশি থাকতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুনঃ ১৪ বছরেই কামাল! হার মানবে তাবড় তাবড় ব্যবসায়ীও! বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তি কত?

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও একই হাল। সেখানকার সব জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং থেকে মালদহ ভিজবে সব জেলাই। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন সেখানে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group