বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ম্যাচে দিল্লির বুকে তীর নিক্ষেপ করে জয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা(KKR)। অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে অধিনায়ক রাহানের বিকল্প হিসেবে নাইটদের নেতৃত্ব দিয়েছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। তাঁর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ও আগ্রাসী ক্রিকেটকে পুঁজি করেই প্লে অফের স্বপ্ন টিকিয়ে রেখেছে কলকাতা।
আসন্ন রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠে শক্তি প্রদর্শন করবে শাহরুখ খানের দল। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে প্রধান সেনাপতি রাহানের চোট নিয়ে। গত ম্যাচে, আঙুলের চোটের কারণে আচমকা মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর এরপর থেকেই খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
আঙুলের সেলাই পড়েছে রাহানের?
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় নিশ্চিত করে সাংবাদিকদের মুখোমুখি হতেই নাইট শিবিরের নতুন সদস্য অনুকুল রয় জানিয়েছিলেন, অধিনায়ক রাহানের আঙুলে সেলাই রয়েছে। যতদূর মনে হচ্ছে চোট খুব একটা গুরুতর নয়। সব ঠিক থাকলে খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি। অনুকুলের পাশাপাশি দিল্লি বধের পর ক্যামেরার মুখোমুখি হয়ে স্বয়ং রাহানে অকপটে স্বীকার করে নিয়েছিলেন তাঁর আঙুলে সেলাই রয়েছে। তবে চোট খুব একটা গুরুতর না।
নাইট সেনাপতির বিশ্বাস, খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। যন্ত্রণা খুব একটা নেই। আগামী ম্যাচেই কলকাতার হয়ে মাঠে ফিরতে পারেন রাহানে, শাহরুখ সেনাপতির বক্তব্যের পরই এমন কথাতেই নিজেদের বিশ্বাস বাড়াচ্ছেন KKR সমর্থকরা।
অবশ্যই পড়ুন: ১৪ বছরেই কামাল! হার মানবে তাবড় তাবড় ব্যবসায়ীও! বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তি কত?
রবিবারের ম্যাচে নাইটদের নেতৃত্ব দেবেন কে?
দিল্লির বিরুদ্ধে রাহানের অনুপস্থিতিতে কলকাতার নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন। এ ঘটনা এখন সর্বজনবিদিত। বিশেষজ্ঞরা বলছেন, নারিনের আগ্রাসী ব্যাটিং, তুখড় বোলিং, সর্বোপরি আক্রমণাত্মক নেতৃত্বের কারণেই দীর্ঘ খরা কাটিয়ে জয় পেয়েছে কলকাতা। মনে করা হচ্ছে, রাহানের শারীরিক অসুস্থতার মাঝে খুব সম্ভবত রবিবার নারিনের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে দেখতে চাইবে KKR ম্যানেজমেন্ট।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |