চালু হবে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার বন্দে ভারত এক্সপ্রেস! দেখে নিন রুট ও ভাড়া

Published on:

Vande Bharat Express

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের ঐতিহাসিক উদ্যোগ বন্দে ভারত এক্সপ্রেস। এবার পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ রুটে চলবে এই হাই-স্পিড ট্রেন। সুত্রের খবর, এবার শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার ( Sealdah Alipurduar Vande Bharat Express) পর্যন্ত এই ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ এবার মাখনের মতো মসৃণ ও দ্রুততর হবে। সুত্রের খবর, এই হাই স্পিড ট্রেনটি নবদ্বীপ, মালদা, জলপাইগুড়ি হয়ে নিউ আলিপুরদুয়ার পৌঁছবে।

মাত্র 10 ঘণ্টায় 776 কিলোমিটার!

সূত্র বলছে, শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসটি মোট 716 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। আর এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র 10 ঘন্টা। বর্তমানে এই রুটে যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলি চলে, সেগুলি 12 থেকে 14 ঘন্টা সময় নেয়। 

আর এই ট্রেনটি সেখানে 2 থেকে 4 ঘন্টা সময় বাঁচিয়ে দেবে যাত্রীদের। শুধু তাই নয়, ট্রেনটি নবদ্বীপ ধাম স্টেশন হয়ে যাবে। ফলে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, জেলার যাত্রীদের জন্য হতে চলেছে সোনায় সোহাগা।

কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি?

এখনও পর্যন্ত পূর্ব রেলের পক্ষ থেকে যা খবর, তাতে বন্দে ভারত এক্সপ্রেসটি থামবে নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা, মালদা টাউন, বারসই জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, নিউ কোচবিহার এবং শেষ স্টপেজ নিউ আলিপুরদুয়ারে। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কোচ এবং ভাড়া

রেলের সূত্র মারফত যা জানা যাচ্ছে, বন্দে ভারত ট্রেনটিতে দুটি শ্রেণির কোচ থাকবে। AC চেয়ার কার কোচের ভাড়া হবে 1800 টাকা এবং Executive AC চেয়ার কার কোচের ভাড়া হবে 2900 টাকা। ট্রেনটিতে 16 বা 20টি আধুনিক কোচ থাকতে পারে বলে জানা যাচ্ছে। এমনকি প্রতিটি কোচে থাকছে অটোমেটিক দরজা, উন্নত সিট, LED লাইট এবং GPS ভিত্তিক তথ্যগ্রহণ ব্যবস্থা।

ট্রেনের সময়সূচী

পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে, এই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে সকাল 5:30 মিনিটে এবং নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে ঠিক দুপুর 2 টোয়। এদিকে নিউ আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করবে ঠিক দুপুর 2:30 মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে রাত 11:30 মিনিটে।

আরও পড়ুনঃ চালু হবে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার বন্দে ভারত এক্সপ্রেস! দেখে নিন রুট ও ভাড়া

এক কথায় উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন এবং কৃষিভিত্তিক পরিবেশের মনোরম দৃশ্য উপভোগ করতে এই ট্রেনটি বিরাট ভূমিকা নেবে। শিক্ষার্থী থেকে শুরু করে পর্যটক, ব্যবসায়ী, প্রত্যেক সাধারণ যাত্রী পাবেন এই বিলাসবহুল ট্রেনের সুবিধা। এখন শুধু অপেক্ষার কবে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনটির চাকা গড়াবে সেই দিনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥