বাণিজ্যের ইতি দুই দেশের! পাকিস্তান থেকে ভারতে কী কী আমদানি ও রপ্তানি হয়? দেখুন তালিকা

Published:

india pakistan trade
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে হাওয়া এমনিতেই গরম। আর তার আঁচ পড়ছে এবার দুই দেশের বাণিজ্যেও (India Pakistan Trade)। হ্যাঁ, ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এমনিতেই নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক হামলা যেন আগুনে ঘি ঢেলেছে।

ভারতের পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ঘোষণা করেছে যে, তারা ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে চলেছে। তবে ভারতও মুখে কুলুপ এঁটে বসে থাকেনি। অবশেষে ভারতের তরফ থেকে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। জানা যাচ্ছে, পাকিস্তান থেকে আর কোনও পণ্য আমদানি করবে না ভারত সরকার।

এতদিন পাকিস্তান থেকে কী কী আমদানি করত ভারত?

পাকিস্তান থেকে সরাসরি প্রচুর পরিমাণে পণ্য আমদানি হতো না ঠিকই। তবে নির্দিষ্ট কিছু শিল্প এবং বাজার নির্ভর দ্রব্য পাকিস্তান থেকে ভারতে আমদানি হত। যেমন ফলমূল, বাদাম, তামা, খনিজ তেল, চামড়া, তুলো, সালফার, প্লাস্টিকের উপাদান ইত্যাদি। হ্যাঁ, এগুলি আমাদের দেশে পাকিস্তান থেকেই আসতো।

এক রিপোর্টে দেখা গিয়েছে, 2024 সালে 2.89 লক্ষ টাকার প্লাস্টিক সামগ্রী পাকিস্তান থেকে এসেছে। পাশাপাশি 15.16 লক্ষ টাকার তুলো, 11.33 লক্ষ টাকার খেলনা ও ক্রীড়া সামগ্রী এবং 84.10 লক্ষ টাকার সালফার, সিমেন্ট এসেছিল পাকিস্তান থেকে।

ভারত থেকে কী কী রপ্তানি হত পাকিস্তানে?

এদিকে পাকিস্তানের মেডিক্যাল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলতে গেলে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে মূলত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, জৈব ও রাসায়নিক দ্রব্য, দুগ্ধজাত পণ্য, চিনি, ময়দা, সাবান, খনিজ জ্বালানি এবং বিভিন্ন ধরনের সবজি পড়শি দেশে রপ্তানি হত।

পরিসংখ্যান বলছে, 2024 সালে 1388 কোটি টাকার জৈব রাসায়নিক, 1022 কোটি টাকার ওষুধ, 41 কোটি টাকার প্লাস্টিক এবং 22 কোটি টাকার খনিজ তেল ভারত থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে।

2019 এর স্মৃতি যেন আর একবার ফিরে এল..

প্রসঙ্গত জানিয়ে রাখি, 2019 সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তান একতরফাভাবে ভারতের সঙ্গে বাণিজ্যের ইতি টেনেছিল। আর তখন থেকেই এই দুই দেশের মধ্যে বাণিজ্যের রাস্তা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা উঠে গেলেও সেই সম্পর্ক আর আগের জায়গায় ফেরেনি।

আরও পড়ুনঃ জেলে ধর্ষণের শিকার ইমরান খান? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক দাবি

এবার পহেলগাঁও হামলার পর পুরোপুরি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছে, দুই দেশই এর প্রভাব অনুভব করবে। এমনকি পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের ভরাডুবিতে পড়েছে। অন্যদিকে ভারতের পক্ষে বেশিরভাগ পণ্যের বিকল্প উৎস থাকলেও কিছু সামরিক সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join