Indiahood-nabobarsho

অতিরিক্ত শূন্য পদে কোনও নিয়োগ করা যাবে না! হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে হাইকোর্টের রায়কেই বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। নিয়োগে ব্যাপক দুর্নীতির কারণ দেখিয়ে মুহূর্তের মধ্যে এসএসসি (SSC)-র ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। রাতারাতি চাকরি চলে যায় প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর। রাজ্য জুড়ে শুরু হয়ে যায় বিক্ষোভ মিছিল। যদিও সুপ্রিম কোর্ট যাঁরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাঁদেরকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির নির্দেশ দিয়েছে। আর এই আবহে এবার সুপারনিউমেরারি পদ নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। মাথায় হাত রাজ্যের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুপার নিউমেরারি পদ নিয়ে আবেদন রাজ্যের

উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ করে দিতেই ২০২২ সালে সুপারনিউমেরারি পদ তৈরি করে রাজ্য। প্রথমেই অভিযোগ ওঠে, এই অতিরিক্ত পদ সৃষ্টি বৈধ নয়। যার জেরে ২০২২ সালের ডিসেম্বর মাসে সেই প্রক্রিয়ার উপর সাময়িক স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। তার উপর সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। তাই হাই কোর্টে রাজ্যের বক্তব্য ছিল, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত।

রাজ্যের কাছে প্রশ্ন বিচারপতির

এদিকে এই সুপারনিউমেরারি পদ তৈরির বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং রাজ্য ঠিক কী চাইছে, তা জানতে চান তিনি। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, রাজ্য নিজেই একদিকে বলছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আবার অন্যদিকে নিজেরাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে। সেক্ষেত্রে রাজ্যের আবেদনের ঠিক কী যৌক্তিকতা রয়েছে তা বুঝতে পারছে না আদালত। আর এই আবহে সংশ্লিষ্ট মামলার মূল মামলাকারীরা পুনরায় সুপারনিউমেরারি পদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন জানান। এক্ষেত্রে বিচারপতি বসু মামলাকারীদের নির্দেশ দেন লিখিতভাবে যেন সেই আবেদন জানানো হয়। এবং বুধবার শুনানির নির্দেশ দেওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বৃহস্পতিতে জরুরি বৈঠক নবান্নে! বড় সিদ্ধান্ত গ্রহণের পথে সরকার

সুপারনিউমেরারি পদ নিয়ে বড় সিদ্ধান্ত

এদিকে গতকাল অর্থাৎ বুধবার, আদালতে ফের রাজ্য জানায় যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। শেষপর্যন্ত, এদিন সংশ্লিষ্ট সব পক্ষের আবেদন খতিয়ে দেখে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপাতত রাজ্যের সৃষ্টি করা অতিরিক্ত শূন্য পদে কোনও নিয়োগ করা যাবে না। অর্থাৎ এই মর্মে ফের একবার সুপারনিউমেরারি পদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিপাকে পড়ল রাজ্য সরকার।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group