আপনার আধার কার্ড কোনো পাকিস্তানী ব্যবহার করছে না তো! জানবেন কিভাবে?

Published on:

UIDAI Aadhaar Card

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এসেছে ততই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। দুই দেশই একে ওপর লক্ষ্য করে চালাচ্ছে গুলি, বোমা ড্রোন অ্যাটেক। আরো একটা চিন্তা সকলকে তাড়া করে বেড়াচ্ছে, আর সেটা হল তাদের আধার কার্ড সুরক্ষিত আছে তো? এমনিতে আধার কার্ড ভারতীয় নাগরিকদের পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নথি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কোথাও আপনার আধার কার্ডের অপব্যবহার করা হচ্ছে না তো?

আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে না তো?

বর্তমান সময়ে প্রায় প্রতিটি কাজেই আধার কার্ড ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে, অনেক সময় আধার কার্ডের ফটোকপি নেওয়ার প্রয়োজন হয়। আপনার মনে কি কখনও এই প্রশ্ন এসেছে যে কেউ কি আপনার আধার কার্ডের অপব্যবহার করছে ? যদি হ্যাঁ, তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তার ব্যবহারকারীদের আধার কার্ডের ব্যবহারের ইতিহাস পরীক্ষা করার সুবিধা প্রদান করে।

এভাবে চেক করুন

১) এর জন্য, প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://resident.uidai.gov.in) ভিজিট করতে হবে।

২) এখন আধার পরিষেবার অধীনে, আধার প্রমাণীকরণ ইতিহাস বিকল্পটি খুঁজুন এবং এটিতে ক্লিক করুন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৩) এবার আধার নম্বর এবং কোড লিখুন এবং Send OTP-তে ক্লিক করুন।

৪) এখন রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, এটি প্রবেশ করে সাবমিট করুন।

৫) এখন আপনাকে প্রমাণীকরণের ধরণ, তারিখের পরিসর এবং OTP লিখতে হবে।

৬) ওটিপি যাচাই করার পর, আপনি তালিকায় আধার কার্ড ব্যবহারের ইতিহাস পরীক্ষা করতে পারবেন।

জানলে চমকে যাবেন, এই প্রক্রিয়ার মাধ্যমে, আপনি আধার কার্ড ব্যবহারের ৬ মাসের ইতিহাস পরীক্ষা করতে পারবেন।

আধার কার্ডের অপব্যবহার হলে কী করবেন?

যদি আপনি এই তথ্যে আধার কার্ডের অপব্যবহার সম্পর্কে কোনও তথ্য পান, তাহলে আপনি টোল ফ্রি নম্বর 1947-এ কল করে অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এছাড়াও, আপনি help@uidai.gov.in ইমেলের মাধ্যমেও অভিযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥