বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে সংঘাতের আবহে সংযুক্ত আরব আমিরাতে (UAE) পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে চেয়েছিল PCB। তবে সেই আশায় আপাতত জল ঢেলেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, ভারতের সাথে অশান্তি চরমে ওঠায় পাক বোর্ডকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে PSL আয়োজনের অনুমতি দেয়নি ECB!
দুবাইতে PSL আয়োজন করতে চেয়েছিল PCB
সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ড্রোন হামলার পরই পাক ভূমি থেকে PSL সরিয়ে দুবাইয়ে স্থানান্তরিত করার কথা জানিয়েছিল PCB। সেই মতো নাকি এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে কয়েক দফা কথা হয় পাক বোর্ড কর্তাদের।
এমতাবস্থায়, প্রাথমিকভাবে পাকিস্তান সুপার লিগ আয়োজন করার কথা জানালেও পরবর্তীতে নাকি PSL আয়োজনের জন্য মোটা টাকা চাওয়া হয়েছিল ECB-র পক্ষ থেকে। যা কাঙাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে মেটানোর সাধ্য নেই, তাই শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের দোহাই দিয়ে PSL স্থগিত করে PCB।
আসল খেল দেখাল BCCI!
সন্ত্রাসবাদের দেশ পাকিস্থানের সাথে স্থল, জল ও আকাশপথে সংঘাতে জড়িয়েছে ভারত। এহেন আবহে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে উঠেপড়ে লেগেছিল PCB। তবে পাক বোর্ডের সেই ইচ্ছায় জল ছিটিয়ে দিয়েছে BCCI! বিশেষজ্ঞদের বেশিরভাগেরই দাবি, পাকিস্তানের তরফে PSL আয়োজনের আবেদন পাওয়ার আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের ওপর চাপ ছিল ভারতের।
তাছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান ওরফে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ECB বোর্ডের মহাসচিব মুবাশ্বির উসমানীর। আর সেই সম্পর্ককে কাজে লাগিয়েই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ব্যাক ফুটে পাঠাল ECB।
ভারতের কাছে ঋণী ECB?
মূলত BCCI ও ECB দুই ক্রিকেট বোর্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এছাড়াও, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বহুবার সে দেশের ক্রিকেট বোর্ডকে ক্রিকেটের উন্নতিতে একাধিক সাহায্য করা হয়েছে। সেই সাথে জয় শাহর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো রয়েছেই। শোনা যায়, বিভিন্ন দুর্গম সময়ে BCCI কে পাশে পেয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। এমনকি BCCI-র সমস্যাতেও বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ECB-ও।
অবশ্যই পড়ুন: বোর্ডের অনুরোধে কাজ হল না! টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি
কেন PSL আয়োজন করেনি ECB?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে PSL আয়োজনের আশ্বাস দিলেও পরবর্তীতে ভারত-পাকিস্তান দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে PSL আয়োজন করতে অস্বীকার করেছে ECB। এছাড়াও বেশ কয়েকটি সূত্র বলছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফে মোটা অঙ্কের অর্থ চাওয়া হয়েছিল PCB কর্তাদের কাছে, যা পরিশোধ করার ক্ষমতা নেই কাঙাল দেশের ক্রিকেট বোর্ডের। তাই দুবাইতে গড়াচ্ছে না PSL-র উচ্ছিষ্ট।