প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় বলে রক্ষকই ভক্ষক, আর এবার সেই প্রবাদই ফের বাস্তবের রূপ নিল। এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় (Robbery Case At Entally) মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭। তবে গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনাটি কী?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দফতর থেকে টাকা নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই ব্যক্তি। সেই ট্যাক্সি থেকে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট হয়ে যায়। এরপর সেই ঘটনায় পুলিশি তদন্তের মাধ্যমে ছ’জনকে গ্রেফতার করা হয়েছিল। এন্টালি, সুভাষগ্রাম, মথুরাপুর-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একে একে তাঁদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয় ধৃতেদের তালিকা। সেই তালিকায় উঠে এসেছে সঞ্জীব দাস ওরফে পচা, মহম্মদ সরফরাজ ওরফে সোনু, ঋজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান এবং আমিরউদ্দিন ওরফে গুজ্জর।
গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবল
জানা গিয়েছে ধৃতদের মধ্যে থাকা ঋজু হাজরা নাকি ওই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থারই কর্মী ছিলেন। এখনো পর্যন্ত লুঠ হয়ে যাওয়া টাকার ৭১ লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত এখনও চলছে। কিন্তু এই আবহেই এবার এই ঘটনা অন্য দিকে মোড় নিল। গ্রেফতার করা হয়েছে ডাকাতি কাণ্ডের সপ্তম অভিযুক্তকে। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই অভিযুক্ত কোনো ছ্যাঁচড়া চোর বা ডাকাত নয়, ইনি আসলে খোদ কলকাতা পুলিশের কনস্টেবল।
আরও পড়ুন: ড্রাগের সমস্যা, অত্যাচার করত প্রেমিকা! রিঙ্কু পুত্রর মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপ, কুণাল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই সপ্তম ব্যক্তির নাম মিন্টু সরকার। তিনি দক্ষিণ দিনাজপুরের জয়পুর থানার বাসিন্দা। পেশা সূত্রে তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল পদে কর্মরত। এই ঘটনায় গতকাল রাতে তাঁকে আটক করে পুলিশ। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ডাকাতির ঘটনায় আগেই নাকি সেই ধৃত ছ’জন বারবার পুলিশ কনস্টেবল মিন্টুর নাম তুলছিল। যদিও পরে টানা জিজ্ঞাসাবাদের মুখে মিন্টু নিজের অপরাধ স্বীকার করেছে বলেও দাবি পুলিশের সংশ্লিষ্ট সূত্রের। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়েছে জনমানসে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |