ফের ছক্কা হাঁকালো ‘পরশুরাম’! পিছিয়ে গেল ফুলকি-পরিণীতা? দেখুন নয়া TRP তালিকা

Published on:

TRP List

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকা (TRP List) নিয়ে হইহট্টগোল লেগেই থাকে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। কারণ ধারাবাহিকের ক্ষেত্রে TRP হল অস্তিত্ব টিকিয়ে রাখার এক নয়া রসদ। এবারেও চলতি সপ্তাহে টিআরপি তালিকায় একাধিক রদবদল ঘটেছে। এবারেও সকলকে চমকে দিয়ে পরিণীতাকে হার মানিয়ে ফের তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ এগিয়ে গিয়েছে। আর তা দেখেই রীতিমত শিহরিত বাকি ধারাবাহিকগুলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এগিয়ে এল কোন ধারাবাহিক?

মুক্তি পাওয়ার পর থেকেই নতুন ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর ফলাফল ভাল ছিল। দর্শকদের মনে এই সিরিয়াল আসতে আসতে করে অনেকটাই জায়গা করে নিচ্ছিল। আর তাতেই এবার কেল্লাফতে। চলতি সপ্তাহে TRP তালিকায় দুর্দান্ত রেজাল্ট করল স্টার জলসার পরশুরাম। প্রথম স্থানে এসে রেটিং পেল ৬.৮। এদিকে দ্বিতীয় স্থানে খেলা দেখালো জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। রেটিং পেয়েছে ৬.৫। এদিকে তিন নম্বরে নেমে এল ‘পরিণীতা’ ও ‘ফুলকি’ পেল, রেটিং পেল ৬.৩। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক ১ থেকে ১০ এর মধ্যে কোন কোন ধারাবাহিক তালিকায় উঠে এল।

চলতি সপ্তাহে TRP তালিকা

প্রথম: পরশুরাম আজকের নায়ক (৬.৮)

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয়: জগদ্ধাত্রী (৬.৫)

তৃতীয়: ফুলকি/ পরিণীতা (৬.৩)

চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.২)

পঞ্চম: গৃহপ্রবেশ (৫.৪)

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার/ কথা (৫.৩)

সপ্তম: চিরসখা (৫.২)

অষ্টম: অনুরাগের ছোঁয়া + রোশনাই (১৫ মিনিট) (৪.৮)

নবম: গীতা এলএলবি (৪.১)

দশম: মিত্তির বাড়ি (৩.৯)

TRP কম পেল ধ্রুব এবং জোনাকি

এদিকে TRP তালিকায় খুব খারাপ হাল গীতা এলএলবি ধারাবাহিকের। নবম স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। এদিকে যেখানে এতদিন ধরে TRP তালিকায় শিরোপার মুকুট সবসময় তার মাথায় থাকত সেখানে আজ সেই মুকুট পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। এছাড়াও প্রথম দিকে ধ্রুব জোনাকির জুটি সকলের মনে দাগ কাটলেও TRP তালিকায় খুব একটা জায়গা করে নিতে পারেনি। টেনেটুনে দশম স্থানে আসতে পেরেছে।

আরও পড়ুন: মাত্র ১ টাকাতেই কেল্লাফতে! ফ্রিতে মিলবে Amazon Prime, দারুণ অফার Jio-র

তবে শুধু ধারাবাহিকগুলোর অবস্থা যে খারাপ তা নয় জি বাংলার নন ফিকশনও বেশ একটা সাড়া ফেলতে পারেনি দর্শকদের মনে। অনেকটাই খারাপ হাল। প্রতি বছর ডান্স বাংলা ডান্স আলাদা জোশ নিয়ে মঞ্চ কাঁপিয়ে দেয়। কিন্তু এবার যেন সেই মজাটা মেলে ধরতে পারছে না দর্শকদের কাছে। শুভশ্রী-কৌশানি, অঙ্কুশ, যিশু-মিঠুন-দের মতো টলিপাড়ার জনপ্রিয় তারকাদের এনেও কোনো কাজের কাজ হল না। সেই কারণে রেটিং গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৪.৪।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group