প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি মাসে সরকারি কর্মীদের ছুটি (Government Holiday) লেগেই রয়েছে। তার উপরবাঙালির বারো মাসে তেরো পার্বন। সেক্ষেত্রে একের পর এক ছুটি তো রয়েছেই। আর এবার নতুন মাস পড়তেই আরো এক ছুটির খসড়া পত্র প্রকাশ্যে এল। জুন মাসেও অনেকগুলো ছুটি রয়েছে সরকারি কর্মীদের। তবে এবার এক্সট্রা ছুটি ক্যালেন্ডারে যোগ হতে চলেছে সরকারি কর্মীদের। অর্থাৎ এই ছুটি আগের থেকে ঘোষিত ছিল না। কিন্তু কিসের জন্য এই ছুটি এবং কারা এই ছুটি পেতে চলেছেন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
জরুরী ঘোষণা নির্বাচন কমিশনের!
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনে যাতে সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য নির্বাচন কমিশনের প্রেস নোট (নং ECI/PN/220/2025, তারিখ ২৫ মে, ২০২৫) অনুসারে, ওইদিন নির্দিষ্ট এলাকার জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই ছুটি Negotiable Instruments Act, 1881-এর ২৫ নং ধারা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ছুটি শুধুমাত্র উল্লিখিত বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার প্রতিষ্ঠানগুলির জন্যই প্রযোজ্য হবে।
কাদের জন্য এই ছুটি?
জানা গিয়েছে কেন্দ্রের অধীনে সরকারি অফিস, সংস্থা, সরকার অধীনস্থ কর্পোরেশন বোর্ড সংবিধিবদ্ধ ও স্থানীয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়াও উপযুক্ত নির্দেশিকা জারি করে শ্রম দফতর দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান, এবং চা বাগান সহ অন্যান্য বেসরকারি সংস্থাগুলির কর্মীরাও নির্বাচনের দিন সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সকলে। এমনকি যাঁরা সংশ্লিষ্ট কেন্দ্রের বাইরে কোনও শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত, তাঁরাও ১৯ জুন সবেতন ছুটি পাবেন।
আরও পড়ুন: শিয়ালদা লাইনে অতিরিক্ত ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, জেনে নিন সময়সূচী ও দিনক্ষণ
এই জরুরি বিজ্ঞপ্তি মাধ্যমে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে যদি কোনও কারণে এলাকায় ফের পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কর্মীরা একইভাবে ভোট দেওয়ার জন্য ছুটি পাবেন। তার জন্য কোনো বেতন কাটা হবে না। এমনকি নির্বাচনের দিন ভোটগ্রহণ প্রক্রিয়া যদি গভীর রাত পর্যন্ত চলে এবং তার ফলে পোলিং অফিসারদের ফিরতে দেরি হয়, সেক্ষেত্রে কর্মীদের পরেরদিন অর্থাৎ ২০ জুন, শুক্রবার বিশেষ ছুটি মঞ্জুর করা হতে পারে। আর এই বিজ্ঞপ্তি শুনে খুব খুশি কর্মীরা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।