IPL শেষ হতেই দল থেকে সরে দাঁড়ালেন রাহানে! ঠিক হয়ে গেল নতুন অধিনায়ক

Published on:

Ajinkya Rahane withdraws from Mumbai League! Akash to lead Bandra team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ শেষ হয়েছে। প্রথমবারের জন্য সমস্ত অপবাদ ভুলে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে দীর্ঘ 11 বছর পর ফাইনালে পৌঁছেও মুখের হাসি চওড়া করতে পারেনি প্রীতির পাঞ্জাব। বেঙ্গালুরুর জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ PBKS-কে।

তবে IPL শেষ হতেই শুরু হয়ে গিয়েছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। দীর্ঘ 6 বছর পর ফেরা এই টুর্নামেন্টে বাধ্যতামূলকভাবে খেলতে বলা হয়েছিল অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)। সেই মতো প্রাথমিকভাবে রাজি হয়েছিলেন রাহানে। তবে সূত্রের খবর, এর পর পরই মুম্বই লিগের দল সরে যান তিনি। বর্তমানে তাঁর ভূমিকায় অধিনায়কত্ব করছেন অন্য কেউ।

কোন দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহানের?

জানা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই মুম্বই লিগে অধিনায়কত্ব করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রাহানে। মূলত মুম্বই ফ্রাঞ্চাইজি দল বান্দ্রা ব্লাস্টার্সকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। মূলত দলের আইকন প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাহানে। তবে হঠাৎই মুম্বই লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন কলকাতা নাইট রাইডার্সের IPL 2025 সিজনের প্রধান সেনাপতি। কিন্তু কেন?

কেন মুম্বই লিগ থেকে সরে দাঁড়ালেন রাহানে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই বান্দ্রা ব্লাস্টার্সকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, আবার হঠাৎ করেই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাহানে। কিন্তু কেন? বলে রাখি, রাহানে ঠিক কোন কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তা জানা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে, আগামী দিনে কোনও বড় ধামাকা দেখাতে পারেন 37 বছর বয়সী এই ক্রিকেটার।

রাহানের ভূমিকায় কে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রাহানে মুম্বই লিগ থেকে সরে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে বান্দ্রা দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান আকাশ আনন্দ। যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বান্দ্রা ব্লাস্টার্স দলের প্রধান কোচ। ফলত, রাহানে যে অধিনায়কত্ব করছেন না সে কথা এখন পুরোপুরি নিশ্চিত।

অবশ্যই পড়ুন: ২০১৮-র র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে ছিল পিছিয়ে! ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল সেই দল

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সিজেনে শত চেষ্টা করেও দলকে সাফল্য পাইয়ে দিতে পারেননি রাহানে। অনেকেই বলেছিলেন, দল বুঝে উঠতে কিছুটা সময় নিয়ে ফেলেছিলেন তিনি। তাছাড়াও, গোটা সিজনে দলের একাধিক ভুলত্রুটির জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে রাহানেকে। যদিও IPL 2025 মরসুমে কলকাতা হয়ে সবচেয়ে বেশি রান (390) করেছেন কিন্তু রাহানেই। বলা বাহুল্য, 4 জুন থেকে শুরু হয়ে গিয়েছে মুম্বই লিগ টুর্নামেন্ট, চলবে আগামী 12 জুন পর্যন্ত।

সঙ্গে থাকুন ➥