সৌভিক মুখার্জী, কলকাতা: 2026 সাল থেকে উঠে যাবে 500 টাকার নোট (500 Rupee Note)? হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে ইউটিউবের একটি ভিডিও। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে লক্ষ লক্ষ মানুষ। ফলে রাতারাতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে সত্যিই কি নোট বাতিল হচ্ছে?
ইউটিউবের ভিডিও থেকেই শুরু গুজব
নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে 2 জুন প্রকাশিত একটি 12 মিনিটের ভিডিওতে বলা হয় যে, 2026 সালের মার্চ মাস থেকে 500 টাকার নোট বাজার থেকে তুলে নেবে সরকার। আর ভিডিওতে এমনও দাবি করা হয়েছে, সরকারের অন্দরমহলে নাকি এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ফলে এই ভিডিও দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে অনেকে ব্যাঙ্কে গিয়ে নিজের জমানো 500 টাকার নোট জমা দেওয়ার জন্য ভিড় করতে শুরু করে।
কী বলছে সরকার?
প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সম্প্রতি তাদের এক্স হ্যান্ডেলে এই ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছে, 500 টাকার নোট বাতিলের কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই নোট সম্পূর্ণ বৈধ এবং চালু রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। সঙ্গে আরও বলা হয়েছে যে, এই ধরনের ভুয়ো এবং গুজব ছড়ানো ভিডিও থেকে দূরে থাকুন। সরকারি তথ্য ছাড়া কোনও কিছু বিশ্বাস করবেন না।
নোট বাতিলের অতীতের ইতিহাস
অনেকেই এই ঘটনাকে 2016 সালের সঙ্গে মিলিয়ে ফেলছে। সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করেই 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করে। তার পরিবর্তে চালু করা হয়েছিল নতুন ডিজাইনের 500 টাকার নোট, যার রং স্টোন গ্রে এবং পিছনে লাল কেল্লার ছবি।আর এই নতুন নোটের মাপ 66 মিলিমিটার × 150 মিলিমিটার। এমনকি 2023 সালে 2000 টাকার নোটও বাজার থেকে তুলে নেই রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুনঃ জুনের দ্বিতীয় সপ্তাহে লটারি জিতবেন এই রাশির ব্যক্তিরা! দূরে থাকা উচিৎ এদের
সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা
এই ঘটনার পর আবারো প্রমাণিত হলো যে, গুজবের জালে আটকে পড়ে সাধারণ মানুষ দিনের পর দিন বিভ্রান্ত হচ্ছে। আর সে কারণেই সরকার বারবার একই কথা বলছে যে, তথ্য যাচাই করুন। কোনও গুজবে কান দেবেন না। তাই এই ধরনের কোনও ভিডিও বা বার্তা যদি পেয়ে থাকেন, তাহলে সেটাকে গুজব বলেই রিপোর্ট করতে পারেন। কারণ সরকারের দেওয়া কোনও তথ্য ছাড়া কিছু বিশ্বাস করবেন না