জলের দামে ব্রডব্যান্ড পাবে ১.৫ কোটি পরিবার! স্টারলিংকের আগেই কামাল দেখাবে ভারতনেট

Published on:

broadband internet will reach 1.5 crore rural families in the country, BharatNet will lead the way

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের গ্রামগুলিতে পৌঁছে যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট। একেবারে জলের দামে গ্রাম্য পরিবারগুলিকে WiFi হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করার বিরাট প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত দিনগুলিতে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছে ভারতনেট প্রকল্পের কথা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যদিও ধন কুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংক ভারতে পা রাখার পর থেকেই, জল্পনা বেড়েছিল হয়তো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের কারণে মুখ থুবড়ে পড়তে পারে কেন্দ্রের এই প্রকল্প। তবে আপাতত যা খবর, মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার কারণে সে অর্থে প্রভাব পড়বে না ভারতনেট প্রকল্পে।

ভারতনেট প্রকল্পে উপকৃত হবে 1.5 কোটি পরিবার

সম্প্রতি কেন্দ্রের ভারতনেট প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, ভারত নেট ফেজ 3 প্রকল্পের আওতায় অন্তত 1.5 কোটি পরিবারকে ভর্তুকিযুক্ত ব্রডব্যান্ড সরবরাহ করা হবে। টেলি যোগাযোগ প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের মধ্যে দিয়ে এ কথা স্পষ্ট যে, মূলত দেশের গ্রামীণ অঞ্চল অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে সস্তায় সুবিধাজনক ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সরবরাহ করাই কেন্দ্রের প্রাথমিক লক্ষ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মন্ত্রী আরও বলেন, ভারতনেট বিশ্বের বৃহত্তম গ্রামীণ ব্রডব্যান্ড প্রকল্প। এখনও পর্যন্ত 2.18 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের সঙ্গে যুক্ত। কাজেই বোঝা যাচ্ছে, আগামী দিনে ভারত সরকারের এই ভারতনেট প্রকল্প গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলির ইন্টারনেট সংক্রান্ত সমস্যা একেবারে ধুলোয় মিশিয়ে দেবে!

ভারতনেট প্রকল্পে বিরাট বিনিয়োগ সরকারের

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, একেবারে নামমাত্র খরচে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে যে ভারতনেট প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র, তাতে 1.4 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্বে দেশের 40 হাজার গ্রাম পঞ্চায়েতকে হাই স্পিড ফাইবার ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হবে। এর অর্থ সরকার যে শুধুমাত্র 1.5 কোটি নতুন পরিবারকে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে চায় তাই নয়, পাশাপাশি সরবরাহ করা 2.18 লক্ষ ইন্টারনেট সংযোগ বজায় রাখার জন্য ভর্তুকিও প্রদান করা হবে।

অবশ্যই পড়ুন: নজরে এক দশকের পুরনো রেকর্ড! ইংল্যান্ডে ইতিহাস গড়বেন বৈভব সূর্যবংশী

একেবারে জলের দামে ইন্টারনেট সংযোগ দেবে ভারতনেট

ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিতে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ প্রসঙ্গে কেন্দ্রের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, ভারত বিশ্বের সেইসব দেশগুলির মধ্যে একটি যারা জনগণকে সবচেয়ে কম দামে ইন্টারনেট সরবরাহ করে। ওই মন্ত্রী বলেন, আগামী দিনে একেবারে নামমাত্র মূল্যে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে যাবে 1.5 কোটি পরিবারে। তাঁর শেষ সংযোজন ছিল, বিশ্বের দ্রুততম 5G রোলআউট শুধুমাত্র ভারতেই রয়েছে। আগামী দিনে এই বিশেষ প্রকল্প ভারতের গ্রামগুলির চিত্র বদলে দেবে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group