সৌভিক মুখার্জী, কলকাতা: বর্ষাকালে যেমন বৃষ্টিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে, তবে তার সঙ্গে সঙ্গে বাড়ে বিপদেরও সম্ভাবনা! হ্যাঁ, সাপের উপদ্রব। স্যাঁতসেঁতে পরিবেশ থেকে শুরু করে জল জমা গর্ত, আর চারপাশের ঝোপঝাড়, সবেতেই থাকে এই বিষধর সাপের উৎপাত। তবে আপনি কি জানেন, মাত্র 10 টাকার সাদা গুঁড়ো ব্যবহার করেই আপনি এই ঘোর বিপদ থেকে রক্ষা (Snake Remedy) পেতে পারেন?
বলে রাখি, সাপের ঘ্রাণ ইন্দ্রিয় এমনিতেই অনেক বেশি শক্তিশালী। তাই এমন কিছু বিশেষ গন্ধ রয়েছে, যা সাপ এক্কেবারেই সহ্য করতে পারে না। আর সেগুলি ব্যবহার করলে সাপ আর আপনার বাড়ির ধারে কাছে ঘেষবে না। তো চলুন জেনে নিই সেই টোটকাগুলি।
লবঙ্গ এবং দারুচিনির তেল
এই দুটি মশলা প্রত্যেক বাঙালির রান্নাঘরেই থাকে। তবে জানলে অবাক হবেন, এটি আবার সাপ তাড়ানোরও ওষুধ। কারণ দুই চামচ লবঙ্গ ও দারুচিনির তেল তিন কাপ জলে মিশিয়ে বোতলে ভরে সেটি ঘরে এবং বাগান ও জানলার চারপাশে যদি স্প্রে করে দিতে পারেন, তাহলেই বাজিমাত। কারণ এই তীব্র গন্ধ সাপের নাকে এক্কেবারে অসহনীয়। এই ছোট্ট একটি উপায়ে পোকামাকড় থেকে শুরু করে সাপ বাপ বাপ বলে পালাবে।
অ্যামোনিয়া
অ্যামোনিয়ার গন্ধ এমনিতেই অনেকেরই পছন্দের নয়। আর সাপ তো এক্কেবারেই পছন্দ করতে পারে না। তাই এক থেকে দুই কাপ জলে দুই-তিন চামচ অ্যামোনিয়া মিশিয়ে একটু স্প্রে করে দিন। ঘরের কোন, জানালার ধার, বাগানের ঝোপে স্প্রে করতে পারলে আর সাপ ফিরেও সেখানে তাকাবে না।
ন্যাপথলিন ট্যাবলেট
আপনার আলমারিতে যে ছোট ছোট ট্যাবলেটগুলি পোকামাকড়ের উৎপাত দূর করে, সেই ট্যাবলেটই এখন সাপের শত্রু কারণ। হ্যাঁ, যদি কিছু জলের সঙ্গে ন্যাপথলিন ট্যাবলেট মিশিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিতে পারেন, তাহলেই হবে বাজিমাত। মাত্র 10 টাকার মধ্যেই মিলে যাবে রক্ষাকবচ। এতে সাপ এমনিতেই রাস্তা না পেয়ে পালাবে।
পেঁয়াজ রসুনের তেল
পেঁয়াজ রসুন তো ঘরে ঘরেই থাকে। তাই দরজার ধারে বা জানালার কিনারে পেঁয়াজ ও রসুনের তেল ঢেলে দেওয়ার চেষ্টা করুন। কারণ পেঁয়াজ রসুনের গন্ধ সাপের নার্ভ সিস্টেমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে সাপ সেই অঞ্চল থেকে পালাবে।
আরও পড়ুনঃ বদলে গেল ৬৪ বছরের পুরনো নিয়ম, OBC নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের
আদিবাসী টোটকা
গ্রামীণ মানুষদের কিছু মাটির কাছাকাছি থাকা কৌশল বহু বছর ধরেই কার্যকর রয়েছে। যেমন ছেঁড়া তার বা প্লাস্টিকের বোতলের টুকরো যদি ফেলে রাখা যায়, তাহলে সাব পিছলে যায়, এগোতে পারে না। পাশাপাশি নিম পাতা গুঁড়ো করে বাগান বা উঠোনে ছিটিয়ে রাখুন। এতে সাপ ধারেপাশে ঘেঁষবে না। এমনকি সরিষার বীজ বাড়ির ছড়িয়ে দিলেও কাজে আসবে। তা এখনই এই উপায়গুলি অবলম্বন করুন এবং মুক্তি পান বর্ষার এই বিপদের হাত থেকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |