বিক্রম ব্যানার্জী, কলকাতা: কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে গুঁড়িয়ে দেওয়ার পর এবার দ্বিতীয়বারের জন্য রেলওয়ে এফসির বিরুদ্ধে জয় পেল মোহনবাগান। তবে সবুজ মেরুনের জয়কেও ছাপিয়ে গিয়েছে অন্য একটি বিষয়।
আসলে, বাগান বনাম রেলওয়ে এফসির ম্যাচ চলাকালীন এক হৃদয়বিদারক দৃশ্য দেখে বর্তমানে কলকাতা লিগের চরম অব্যবস্থা নিয়ে ছি ছি করছেন ফুটবল প্রেমীরা। ঠিক কী ঘটেছে? জেনে নিন।
বাগান বনাম রেলওয়ের ম্যাচে ধরা পড়ল অব্যবস্থার ছবি
কলকাতা লিগে দ্বিতীয়বারের জন্য জয় হাসিল করতে ব্যারাকপুরের স্টেডিয়ামে রেলওয়ে এফসির বিরুদ্ধে মাঠে নামে মোহনবাগানের তরুণরা। ম্যাচের একেবারে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে রেখেছিলেন সবুজ মেরুন লড়াকুরা।
ম্যাচ শুরু হতেই প্রথম পাঁচ মিনিটের মধ্যে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক। প্রথম গোল পেয়ে আত্মবিশ্বাসে ভরে যায় সবুজ মেরুনের ঝুলি! এরপর ফের প্রতিপক্ষের ওপর জোরালো আক্রমণ শানায় কলকাতা ময়দানের এই প্রধান। যদিও শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছিল মোহনবাগান। তবে কলকাতা লিগে বাগানের দ্বিতীয় বারের জয়টাকেও ছাপিয়ে গিয়েছে এদিনের এক অদ্ভুত ঘটনা।
খেলা তখন 35 মিনিটে পৌঁছেছে। ঠিক সেই সময়ে মোহনবাগানের এক তরুণ ফুটবলারের সাথে বল কাড়াকাড়ি করতে গিয়ে আচমকা চোট পান রেলওয়ে এফসির প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রম। চোট লাগতেই কাতরাতে শুরু করেন ফুটবলার। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মোহনবাগানের এক চিকিৎসক। দীর্ঘক্ষণ চলে শুশ্রূষা পর্ব।
অবশ্যই পড়ুন: গরমে কুল হওয়ার আশা শেষ? শিয়ালদহ ডিভিশনে AC লোকাল নিয়ে চরম দুঃসংবাদ!
তবে শেষ পর্যন্ত যন্ত্রণা বাড়লে রেলওয়ের ওই ফুটবলারের পায়ে ব্যান্ডেজ বেঁধে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তবে সবচেয়ে আজব বিষয়, এদিন হেমব্রমের পায়ে ব্যান্ডেজের সাথে সাপোর্ট দেওয়ার জন্য আটকে দেওয়া হয়েছিল দুটি ছাতা। যেই দৃশ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে কলকাতা লিগের চরম অব্যবস্থা নিয়ে। প্রশ্ন তুলছেন বহু অভিজ্ঞ ফুটবলাররাও।
এদিকে ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, কলকাতা লিগের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে শেষমেষ নাকি ছাতা দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে ফুটবলারের পায়ে! এ কেমন দৃশ্য? এদিন হেমব্রমের গুরুতর চোট সত্ত্বেও তার পায়ে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার পাশাপাশি সাপোর্টের জন্য দুটির ছাতা আটকে দেওয়া হয়েছিল, আর তা দেখেই যথেষ্ট ক্ষুব্ধ বাংলার ফুটবল প্রেমীরা। এমন ঘটনাকে সামনে রেখে কাঠগড়ায় তোলা হচ্ছে কলকাতা ফুটবল লিগের আয়োজকদের! বারংবার প্রশ্ন উঠছে, কে কেমন অব্যবস্থা?
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |