হঠাৎ মোদিকে ১ হাজার কেজি আম পাঠালেন ইউনূস, ব্যাপারটা কী?

Published on:

Updated on:

Yunus sends mangoes to Modi to restore India-Bangladesh relation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৎ পথে ফিরতে চাইছে বাংলাদেশ? হঠাৎ ভারতের সাথে সম্পর্ক ঠিক করার পথে ইউনূসের সরকার! কেন এমন বলছি? আসলে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে 1 হাজার কেজি হাড়িভাঙা আম পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হ্যাঁ, জানা যাচ্ছে, সবচেয়ে নিকটতম প্রতিবেশী তথা উপকারী বন্ধু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে এমন পদক্ষেপ শান্তিতে নোবেলজয়ীর। সূত্রের খবর, এমন সৌজন্যতার মধ্য দিয়ে নতুন করে দিল্লির সাথে হারিয়ে যাওয়া সম্পর্কে ফিরে পেতে চাইছে ঢাকা।

সোমবার দিল্লিতে পৌঁছবে ইউনূসের পাঠানো আম

সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের এক কর্মকর্তা দাবি করেন, সোমবারই প্রধান উপদেষ্টা ইউনূসের আমের চালানটি দিল্লিতে এসে পৌঁছবে। ওই কর্মকর্তার দাবি অনুযায়ী, দিল্লিতে পৌঁছনোর পর আমগুলিকে প্রধানমন্ত্রীর দপ্তর, কূটনৈতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিতরণ করে দেয়া হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলাতেও পৌঁছবে ইউনূসের আম

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধু প্রধানমন্ত্রী নন, দিল্লিতে আম বিতরণপর্ব সেরে ইউনূসের পাঠানো আমের কিছুটা অংশ পাঠানো হবে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করেই ওই আমগুলি পাঠিয়েছেন ইউনূস। শুধু কি তাই? শোনা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদেরও 300 কেজি আম উপহার হিসেবে পাঠিয়েছেন ওপারের প্রধান।

অবশ্যই পড়ুন: বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নতুন প্রতিভা তৈরিই লক্ষ্য, বিরাট কর্মযজ্ঞে নামল ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, প্রতি বছরই মৌসুমী উপহার হিসেবে বাংলাদেশ থেকে নানান জাতের আম এসে পৌঁছয় ভারতে। মূলত ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উদ্দেশ্যেই এই আম পাঠায় প্রতিবেশী বাংলাদেশ। তবে অনেকেই হয়তো জানেন না, ওপার বাংলার তরফে আম পেয়ে ত্রিপুরার সরকারও পাল্টা উপহার হিসেবে বহু পরিচিত কুইন জাতের আনারস পাঠায় বাংলাদেশে। এ বছর নাকি সেই নিয়মের অন্যথা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group