Google ভরসা আর নয়! দেশীয় প্রযুক্তির প্ল্যাটফর্ম Zoho ব্যবহারের আবেদন অশ্বিনীর

Published on:

Ashwini Vaishnaw On Zoho He emphasized the use of domestic products and technology

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাণিজ্য ও শুল্ক নিয়ে আমেরিকার সাথে টানাপোড়েন অব্যাহত ভারতের। ঠিক সেই আবহে, দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে এবার সকলকে বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় পণ্য ও প্রযুক্তি ব্যবহারের অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। ইতিমধ্যেই এ নিয়ে X হ্যান্ডেলে বিস্তারিত বার্তা দিয়েছেন মন্ত্রী। এও জানিয়েছেন যে, ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি Zoho প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করেছেন তিনি (Ashwini Vaishnaw On Zoho)।

জোহো প্ল্যাটফর্ম ব্যবহার করেন অশ্বিনী বৈষ্ণব

গতকাল, 22 সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে GST-র নতুন কাঠামো। এ নিয়ে রবিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের পকেটে যে চিরুনি থাকে, সেটা ভারতে তৈরি নাকি বিদেশে, জানতে পারি না। আমাদের সকলের উচিত দেশীয় পণ্য ব্যবহার করা।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, স্বদেশী মন্ত্র আমাদের স্বাধীনতা আন্দোলনে শক্তি যুগিয়েছিল। আজ এই মন্ত্রই আমাদের সমৃদ্ধির উদ্দেশ্যকে শক্তিশালী করবে। এরপরই স্বদেশী পণ্য কেনার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বাড়িকে স্বদেশীর প্রতীক করে তুলতে হবে আমাদের। প্রত্যেক দোকানে স্বদেশী পণ্য রাখতে হবে। গর্বের সাথে বলুন, আমরা স্বদেশী পণ্য কিনি এবং সেটাই বিক্রি করি।

রবিবার প্রধানমন্ত্রীর জোরালো আবেদনের পর কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানালেন, ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশনের জন্য আমিও দেশীয় প্রযুক্তিতে তৈরি জোহো প্ল্যাটফর্মের ব্যবহার শুরু করলাম। আমি সকলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথামতো স্বদেশী পণ্য ও পরিষেবা গ্রহণের মাধ্যমে দেশের সমৃদ্ধিতে শামিল হওয়ার জন্য অনুরোধ করছি।

 

প্রতিক্রিয়া জানিয়েছেন জোহোর প্রতিষ্ঠাতা

সোমবার, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সিদ্ধান্তের প্রতি সন্তোষ প্রকাশ করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জোহো নামক নো-কোড দেশীয় প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীধর ওয়েম্বু। তাঁর কথায়, কেন্দ্রীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ। এটা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য অনেক বড় পাওনা। তারা দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের পণ্য তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে। আমরা আপনাকে এবং আমার দেশকে গর্বিত করব। জয় হিন্দ।

অবশ্যই পড়ুন: হঠাৎ ভারতীয় এ দল ছেড়ে বেরিয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার! কী কারণ?

প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তি মন্ত্রীর তরফে দেশীয় Zoho প্ল্যাটফর্ম ব্যবহারের বার্তা পেতেই অনেকে বলছেন, একদমই ঠিক সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকেরই উচিত ভারতীয় সফটওয়্যার ব্যবহার করা। নেট নাগরিকদের একটা বড় অংশ আবার মনে করছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা ধাক্কার প্রতিক্রিয়া হিসেবেই ক্রমশ দেশীয় পণ্য ও প্রযুক্তি ব্যবহারের দিকে এগোচ্ছে কেন্দ্র। অর্থাৎ গুগলের মতো আমেরিকান সংস্থাগুলির উপর থেকে নির্ভরতা কমানোর ইঙ্গিত দিচ্ছে ভারত সরকার! না বললেই নয়, চিনে কিন্তু গুগলের মতো প্ল্যাটফর্মের কোনও অস্তিত্বই নেই!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥