বিক্রম ব্যানার্জী, কলকাতা: 10 বছরে বেতন, সুদ এবং পেনশন মিলিয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলির খরচ বেড়েছে আড়াই গুণ। শুধুমাত্র, 2022-23 আর্থিক বছরে বাংলা সহ 9 রাজ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে বেতন খাতে। এমনটাই দাবি করছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা CAG এর রিপোর্ট (CAG Report)।
তিন খাত মিলিয়ে খরচ বেড়েছে রাজ্যগুলির
CAG এর রিপোর্ট অনুযায়ী, মোট 10 বছর অর্থাৎ 2013-14 সাল থেকে 2022-23 আর্থিক বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যে বেতন, সুদ এবং পেনশন মিলিয়ে আড়াই গুণ খরচ বৃদ্ধি পেয়েছে। বিস্তারিতভাবে বলতে গেলে, 2013-14 আর্থিক বছরে রাজ্যগুলির তিন খাত মিলিয়ে খরচ ছিল 6,26,849 কোটি টাকা। তবে 2022-23 আর্থিক বছরে পৌঁছে সেই খরচের অঙ্কটা এক ধাক্কায় বেড়ে 15,63,649 কোটি টাকায় ঠেকেছে।
CAG রিপোর্টের সর্বশেষ আর্থিক বছর অর্থাৎ 2022-23 সালে বেতন দিতে গিয়েই সবচেয়ে বেশি খরচ হয়েছে রাজ্যগুলির। এরপর খরচের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সুদ। যদিও পরিসংখ্যান বলছে, এর আগের 9 বছর অর্থাৎ 2013-14 সাল থেকে 2021-22 আর্থিক বছর পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের খরচের খাতায় সবচেয়ে প্রথমে ছিল বেতন, দ্বিতীয়তে ছিল পেনশন এবং শেষে ছিল সুদ। যদিও সেই চিত্রটা বদলে গিয়েছে সমীক্ষার শেষ আর্থিক বছরে। সুদের বদলে বেতনের পরেই উঠে এসেছে পেনশন।
প্রসঙ্গত, CAG এর রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, সমীক্ষার 10 বছরে রাজ্যগুলির রাজস্ব ব্যয় মোট খরচের 80-87 শতাংশে গিয়ে ঠেকেছে। বলা বাহুল্য, গত 2022-23 আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলির সরকারি কর্মী, সরকারি ভবন রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য এবং শিক্ষা মিলিয়ে বিভিন্ন খাতে মোট রাজস্ব খরচ হয়েছিল 36 লক্ষ কোটি টাকা। যার মধ্যে বেতন, পেনশন, সুদ এবং ঋণের জন্যই চলে গিয়েছে 15.63 লক্ষ কোটি টাকা। যেখানে সমীক্ষার শুরুর বছর অর্থাৎ 2013-14 আর্থিক বছরে খরচের পরিমাণটা ছিল মাত্র 6.27 লক্ষ কোটি টাকা।
রিপোর্ট বলছে, রাজস্ব ব্যয়ের 36 লক্ষ কোটির মধ্যে থেকে বাকি 11 লক্ষ কোটি টাকা গিয়েছে, বিভিন্ন অনুদান এবং প্রকল্প খাতে। এছাড়াও 3 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে ভর্তুকি দিতে গিয়ে। যেখানে সমীক্ষার 10 বছর আগে এই খাতে খরচ ছিল 96,479 কোটি টাকা। না বললেই নয়, বেতন, সুদ এবং পেনশন মিলিয়ে তিন খাতেই খরচ হয়েছে 83 শতাংশ অর্থ। অর্থাৎ এক দশকেই রাজ্যগুলির রাজস্ব খাতে 2.66 গুণ খরচ বৃদ্ধি পেয়েছে।
অবশ্যই পড়ুন: ‘হনুমান ভুয়ো হিন্দু দেবতা!’ ট্রাম্পের রিপাবলিকান পার্টির নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে
উল্লেখ্য, তিন খাতে অর্থ খরচ একপ্রকার বাধ্যতামূলক। যদিও এ নিয়ে সংশ্লিষ্ট মহল মনে করছেন, এইসব খাতে এত বেশি অর্থ আটকে যাওয়া মানে সমাজিক কল্যাণ ও সুরক্ষা খাতে টান পড়বে এটাই স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, সমীক্ষার শেষ বছর অর্থাৎ 2022-23 সালে 9 রাজ্যেই ঋণ মাত্রা ছাড়িয়েছে।