বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 সালের বিশ্বের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকা (World University Rankings 2026) প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন। রিপোর্ট অনুযায়ী, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার বিশ্ববিদ্যালয়। যার মধ্যে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 27। এছাড়াও প্রতিবেশী পাকিস্তানের 8টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই তালিকায়। তবে প্রথম 800 এর লিস্টে নাম নেই কোনও বাংলাদেশী ইউনিভার্সিটির।
শীর্ষে অক্সফোর্ড ইউনিভার্সিটি
টাইমস হায়ার এডুকেশনের রিপোর্ট অনুযায়ী, 2026 বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় বিভিন্ন দেশ মিলিয়ে মোট 3,118টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যার মধ্যে শীর্ষে রয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এরপরই অর্থাৎ বিশ্বের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির। এছাড়াও তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে স্থান পেয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
বলা বাহুল্য, প্রথম তিনে থাকা সেরা ইউনিভার্সিটিগুলির পর পঞ্চম স্থানে যৌথভাবে জায়গা পেয়েছে আমেরিকার হাবার্ড ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তবে প্রথম পাঁচের তালিকা থেকে বেরিয়ে যদি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির কথা বলা হয় সেক্ষেত্রে, তালিকায় জায়গা পাওয়া দেশের 27 বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এটি মূলত তালিকার সেরা 201 থেকে 250টি ইউনিভার্সিটি’র মধ্যে শীর্ষে রয়েছে।
সেরা 800 তে পাকিস্তানের 8 বিশ্ববিদ্যালয়
দুর্বল অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সত্ত্বেও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় ঠাঁই পেয়েছে পাকিস্তানের 8 বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে, তালিকার সেরা 800 বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 8টি পাক বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে সে গুলির মধ্যে সবচেয়ে উপরে অর্থাৎ শীর্ষে রয়েছে পাকিস্তানের কায়েদ ই আজম বিশ্ববিদ্যালয়।
অবশ্যই পড়ুন: ভারতীয় বায়ুসেনার নৈশভোজে রাওয়ালপিন্ডি চিকেন, ভাওয়ালপুর নান! ভাইরাল মেনু কার্ড
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির প্রথম 800 এর তালিকায় না হলেও বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 801 থেকে 1000 এর মধ্যে রয়েছে। 1000 এর তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে জায়গা পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।