বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মোট সম্পত্তি কত?

Published:

Cristiano Ronaldo Net Worth his 1 year income is more than total wealth of Virat
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলের ময়দানে বিরল সব রেকর্ড গড়েছেন তিনি। যা সম্ভব নয় সেটাও করে দেখিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ফুটবলের সাথে সম্পর্কিত তবে ময়দানের বাইরে গিয়ে বড় কীর্তি গড়লেন CR7। জানা যাচ্ছে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তকমা পেলেন রোনাল্ডো। সেই সূত্রেই, ধন কুবেরদের তালিকায় নাম উঠেছে তাঁর। জানিয়ে রাখি, ক্রিশ্চিয়ানো তাঁর দীর্ঘ ফুটবল জীবনে আয়ের দৌলতে বর্তমানে 140 কোটি ডলারের মালিক (Cristiano Ronaldo Net Worth)।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মোট সম্পত্তি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মোট সম্পদের ভিত্তিতে তৈরি ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের মূল সূচকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পদ। রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো তার দীর্ঘ ফুটবল কেরিয়ারে জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ ফুটবল, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এবং বিজ্ঞাপন থেকে আয় করেছেন। আর সেই সূত্রেই 2025 সালে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট সম্পত্তির পরিমাণ 140 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 12,432 কোটি টাকারও বেশি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আয়ের উৎস

ব্লুমবার্গের রিপোর্ট যা বলছে, 2002 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত একজন ফুটবলার হিসেবে বেতন বাবদ 55 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 4,888 কোটি টাকা রোজগার করেছেন। এছাড়াও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক এক সংস্থার সাথে চুক্তি রয়েছে রোনাল্ডোর। সেখান থেকে বছরে তাঁর আয় হয় 1.8 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 160 কোটি টাকা। এছাড়াও অন্যান্য বিজ্ঞাপন ও নানান ক্ষেত্রে বিনিয়োগের রিটার্ন থেকেই এই বিপুল সম্পদের মালিক হয়েছেন পর্তুগাল ফুটবলের নায়ক।

মেসির মোট সম্পত্তি কত?

ভক্তদের চোখে বিশ্বের সবচেয়ে নামজাদা ফুটবলারদের তালিকায় প্রথমেই ওঠে রোনাল্ডো এবং মেসির নাম। তাই সম্পদের হিসেব কষলে রোনাল্ডোর পাশাপাশি মেসির প্রসঙ্গ চলেই আসে। সেই সূত্রে বলি ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বেতন বাবদ এখনও পর্যন্ত আয় করেছেন 60 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 5,328 কোটি টাকা। 2023 সাল থেকে তিন বছরে বেতন বাবদ তিনি পাচ্ছেন 2 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 178 কোটি টাকা। বলাই বাহুল্য, একই সময়ে মেসির আয় রোনাল্ডোর আয়ের দশ ভাগের একভাগ। রোনাল্ডোর বর্তমান সম্পদের পরিমাণ 140 কোটি ডলার হলেও বেশ কিছু রিপোর্ট বলছে বর্তমানে মেসির সম্পদের পরিমাণ মাত্র 85 কোটি ডলার।

অবশ্যই পড়ুন: ৫ গোলে ধরাশায়ী গোকুলাম! জয় দিয়েই IFA শিল্ড শুরু করল মোহনবাগান

বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ কত?

ফুটবল এবং ক্রিকেট দুটোই সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র। তবুও ভক্তদের অনেকেরই কৌতূহল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থেকে সম্পদের নিরিখে কতটা পিছিয়ে বিরাট, তা নিয়ে। সেই সূত্রে বলি, বিরাট কোহলি ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খাতায়-কলমে বিরাট কোহলির বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক 1,050 কোটি টাকা। অর্থাৎ যেখানে রোনাল্ডোর মোট সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 12,432 কোটি, সেখানে কোহলির সম্পদ 1,100 কোটি টাকাও নয়। বলা বাহুল্য, বিরাট কোহলি এক বছরে বেতন, বিজ্ঞাপন সহ অন্যান্য সংস্থার সাথে চুক্তি এবং বিনিয়োগের মাধ্যমে 200 কোটি টাকা আয় করেন। না বললেই নয়, বিরাট কোহলির মোট সম্পদের প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডো শুধুমাত্র এক বছরেই উপার্জন করেছেন। বলে দিই, তাঁর এক বছরের সর্বোচ্চ আয় 244 মিলিয়ন ডলার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join