বীরভূমে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন

Published:

Birbhum Accident
Follow

সৌভিক মুখার্জী, বীরভূম: বৃহস্পতিবার বীরভূমে ঘটে গেল ভয়াবহ (Birbhum Accident) দুর্ঘটনা। গতকাল দুপুরে চিনপাই গ্রাম সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে মোট ছয়জন। সবথেকে বড় ব্যাপার, তাদের মধ্যে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন শর্মিষ্ঠা ঘোষও রয়েছেন। এমনকি রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় ট্রান্সফার করা হয়।

কীভাবে ঘটল এই ঘটনা?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, শুক্রবার দুপুরবেলা চন্দ্রনাথ সিনহার বোন এবং তাঁর ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা একটি চার চাকার গাড়িতে বীরভূমের চিনপাইয়ের দিকে রওনা দিয়েছিলেন। তবে সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে দুটি গাড়ি উল্টে যায় এবং ভেতরে থাকা প্রত্যেকটি যাত্রী আহত হয়। দ্রুত স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান।

ঘটনার খবর পাওয়া মাত্রই সদাইপুর থানার পুলিশ গঠনাস্থলে পৌঁছয় এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করেন। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আহতদের মধ্যে রয়েছেন শেখ আজাদ, গৌতম ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ, বরুণ চ্যাটার্জি, অরুণ গোস্বামী, কল্যাণী ঘোষ এবং দোলন মুখার্জি। চিকিৎসকরা বলছেন, কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে শর্মিষ্ঠা ঘোষের অবস্থা রাতের দিকে আরও অবনতি হয়। এর পরেই অ্যাম্বুলেন্স করে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয়।

মন্ত্রীর বক্তব্য

এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, আমার বোনের শারীরিক অবস্থা নিয়ে আমি চিন্তিত। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এখন ও ওখানেই ভর্তি আছে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করলেই বোঝা যাবে যে কতটা আঘাত লেগেছে।

আরও পড়ুনঃ প্রথমবারেই UPSC ক্র্যাক করে IAS, রিকশা চালকের ছেলে গোবিন্দর কাহিনী কাঁদিয়ে দেবে

উল্লেখ্য, পুলিশের তদন্তে জানা গিয়েছে, দুটি গাড়িরই অতিরিক্ত গতি এই দুর্ঘটনার মূল কারণ। তবে সৌভাগ্যবশত দুই গাড়ির কোনও যাত্রীর প্রাণহানীর ঘটনা ঘটেনি। আর দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িকেই পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে এবং তদন্ত চলছে। এ বিষয়ে বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তাঁর পরিবারের এই দুর্ঘটনায় সমবেদনা জানাচ্ছি। সকলেই তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পাশে রয়েছি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join