উৎসবের আবহে হাওড়া ডিভিশনে টানা বাতিল বহু এক্সপ্রেস, মেমু ট্রেন! বিজ্ঞপ্তি পূর্ব রেলের

Published:

train cancelled
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে ফের একবার চরম সমস্যার মুখে পড়তে চলেছেন রেল যাত্রীরা। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত খারাপ খবর। বাতিল থাকতে চলেছে একের পর এক লোকাল ট্রেন, মেল, এক্সপ্রেস ট্রেন (Train Cancelled)। সেইসঙ্গে বহু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং পথ পরিবর্তন করতে হবে। মূলত হাওড়া ডিভিশনে নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেন চলাচল ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করা হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ল্যাডার শিফটিং সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতে হাওড়া ডিভিশনের বর্ধমান-খানা শাখায় খানা স্টেশনে আগামী ২ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ ডিসেম্বর, ২০২৫ অবধি অর্থাৎ টানা চারদিন প্রি নন ইন্টারলকিং এবং আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর, ২০২৫ অবধি তিনদিনের নন ইন্টারলকিং কাজ করা হবে। এর ফলে বহু মেমু ট্রেন থেকে শুরু করে মেল, এক্সপ্রেস ট্রেন চলাচলের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেল।

বাতিল থাকবে বহু ট্রেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, টানা কয়েকদিন বর্ধমান থেকে ৬৩৫০৫ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫০৭ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫১১ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫৪৯ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫২৩ বর্ধমান-আসানসোল মেমু, ৬৩৫৮৩ বর্ধমান-রামপুরহাট মেমু, ৬৩০১১ বর্ধমান-রামপুরহাট গামী মেমু ট্রেন বাতিল থাকবে।

এর পাশাপাশি আসানসোল থেকে ট্রেন নম্বর ৬৩৫০৬ আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫০৮ আসানসোল-বর্ধমান, ৬৩৫১২ আসানসোল-বর্ধমান, ৬৩৫১৬ আসানসোল-বর্ধমান, ৬৩৫২২ আসানসোল-বর্ধমান, ৬৩৫২৬ আসানসোল-বর্ধমান, ৬৩৫২৪ আসানসোল-বর্ধমান, রামপুরহাট থেকে ট্রেন নম্বর ৬৩৫৮৪ রামপুরহাট-বর্ধমান মেমু, ৬৩০১২ রামপুরহাট-বর্ধমান মেমু ট্রেন বাতিল থাকবে বলে খবর।

বাতিল থাকবে বহু মেল/এক্সপ্রেস ট্রেন

মেমু ট্রেনের পাশাপাশি বহু বাতিল থাকতে চলেছে বহু মেল এবং এক্সপ্রেস ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, ১৩১৮৭ আপ শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট এক্স[রেস, ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, ১২৩৮৩ শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৩১৭৯ শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেস বাতল থাকবে। এর পাশাপাশি ১৩১৮৮ ডাউন রামপুরহাট-শিয়ালদা মা তাঁরা এক্সপ্রেস, ১২৩৩৮ বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া এক্সপ্রেস, ১৩০১২ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ২২৩২২ সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস, ১২৩৮৪ আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৩১৮০ সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস বাতিল থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join