পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর অফিস সহ ১০ জায়গায় ইডি’র হানা

Published:

ED Raid
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজো কাটতেই তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid)। আজ সকালে কলকাতার একাধিক এলাকায় হানা দিয়েছে আধিকারিকরা। তাদের মূল উদ্দেশ্য ছিল, পুরনিয়োগ দুর্নীতি মামলা। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানের রীতিমতো শহর কলকাতা তোলপাড়।

নাগেরবাজারে ইডির অভিযান

রিপোর্ট অনুজায়ী, শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির একটি টিম নাগেরবাজারের শ্যামনগর রোডের শোভনা অ্যাপার্টমেন্টে পৌঁছয়। আর এখানেই বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস। সূত্রের খবর, এই অফিসে পুরনিয়োগ সংক্রান্ত একাধিক ডকুমেন্ট ও লেনদেনের খোঁজে আধিকারিককে অভিযান চালিয়েছে। জানা যাচ্ছে, প্রথমবার দরজায় ধাক্কা দিলে কোনওরকম সাড়া মেলেনি। পরে পরিবারের সদস্যরা দরজা খুললে ইডি এবং সিআরপিএফ জওয়ানরা ভেতরে প্রবেশ করে শুরু হয় তল্লাশি অভিযান।

ইডি সুত্র মারফৎ জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় শহরের মোট দশটি জায়গায় একযোগে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নাগেরবাজার, ঠনঠনিয়া, গিরিশ পার্ক, নিউ আলিপুর, শরৎ বোস রোড, দমদম এবং তৎসংলগ্ন এলাকা। এমনকি ইডির সাথে প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে অভিযান

এদিকে আজ ইডি অভিযান করেছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও। জানা গিয়েছিল, পুরসভার বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগে তাঁর নাম তালিকায় রয়েছে। ইডি আধিকারিকরা মূলত সেখানে পুরনো ডকুমেন্ট আর আর্থিক লেনদেনের খোঁজখবর নিচ্ছিলেন।

এর পাশাপাশি তাদের একটি দল পৌঁছেছিল জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে, ওরফে দীপু দে’র বাড়িতে। এলাকার প্রভাবশালী ব্যবসায়ী দীপক দে স্কুল প্রমোটিং থেকে শুরু করে বিল্ডার সংস্থার মালিক। ইডি অনুমান করছে, পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু কিছু আর্থিক লেনদেন এই চক্রের মাধ্যমেও হয়েছে। আজ সকালবেলায় দীপক দে’র বাড়ির দরজা খোলে তাঁর ছেলে। আর তারপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি।

আরও পড়ুনঃ আবারও চড়ল সোনার দাম, ৫১৫০ টাকা ঊর্ধ্বগতি রুপো! আজকের রেট

এদিকে নিউ আলিপুর হাইকোর্টের আইনজীবী অমিত আগারওয়ালের বাড়িতেও আজ ইডি অভিযান চালিয়েছে। পাশাপাশি গিরিশ পার্কের সরকার লেন এলাকায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতোড়িয়া’র বাড়িতেও চালানো হয়েছে তল্লাশি। ইডি সূত্র মারফৎ খবর, পুরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অবৈধ অর্থ লেনদেন হয়েছে, আর ঘুষ ও ভুনিয়োগের অভিযোগও রয়েছে। পাশাপাশি গত কয়েক মাসে বহু নথি হাতে পেয়েছে সংস্থা, যার ভিত্তিতেই শুক্রবারের এই অভিযান।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join